আওয়ামী লীগ শিক্ষা বান্ধব সরকার: নিজাম উদ্দীন জন
আওয়ামী লীগ শিক্ষা বান্ধব সরকার: নিজাম উদ্দীন জন। শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ।
এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আওয়ামী লীগ সরকার সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে।
বছর শুরুর দিনে বিনামূল্যে কমলমতি শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই নিশ্চিত করছে আমাদের সরকার।
পাইপ লাইনের পানি পাচ্ছে শার্শার ১০ হাজার মানুষ
আওয়ামী লীগ শিক্ষা বান্ধব সরকার বলেই এই কাজ সম্ভব হয়েছে বলে জানিয়েছেন নওগাঁ সদর আসনের সাংসদ ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন।
সোমবার ১৬ নভেম্বর দুপুরে সদর উপজেলার বর্ষাইল ইউনিয়নে শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের বাস্তবায়নে
দুটি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সরকার দেশের নাগরিকদের দক্ষ ও সুশিক্ষিত করতে বাজেটের সর্বোচ্চ বরাদ্দ দেয় এই শিক্ষা খাতে।
শুধু সরকারের একার পক্ষে এই কাজ করা সম্ভব নয়। সকলকেই এই কাজে এগিয়ে আসতে হবে।
কারণ, শিক্ষা ছাড়া আমরা উন্নতি করতে পারবো না। এসময় তিনি সমাজের সকলকে এক সাথে কাজ করার আহ্বান জানান।
শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের বাস্তবায়নে ৩ কোটি টাকা ব্যয়ে মল্লিকপুর এম এ জে বি পাবলিক উচ্চ বিদ্যালয়ের ৪ তলা বিশিষ্ট
একাডেমিক ভবন এবং ১ কোটি ২২লাখ টাকা ব্যয়ে ৩ তলা বিশিষ্ট বর্ষাইল কাইউম উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করা হয়।
এসময় জেলা শিক্ষা অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বাবু নির্মল কৃষ্ণ সাহা,
কুড়িগ্রাম রাজারহাটে সন্ত্রাসীদের হামলার শিকার গণমাধ্যমকর্মী
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাহবুবুল হক কমল ও
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা প্রমূখ উপস্থিত ছিলেন।
পরে প্রধান অতিথি স্কুল চত্বরে বিভিন্ন জাতের গাছের চারা রোপন করেন।
Pingback: বেনাপোলে দুই সিএন্ডএফ এজেন্টের লাইসেন্স বাতিল - দ্যা বাংলা ওয়াল