দেশব্যাপীপরিবেশ ও সমাজজীবনশৈলীশিরোনামসর্বশেষসব খবর

বাগেরহাটে মহান বিজয় দিবস উদযাপন

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে নানা কর্মসূচীর মধ্যদিয়ে মহান বিজয় দিবস পালিত হচ্ছে।

বুধবার (১৬ ডিসেম্বর)সূর্যদয়ের সাথে সাথে ৩১ বার তোপ ধনীর মাধ্যমে দিনটির কর্মসূচি শুরু হয়।

পরে সকাল ৭টায় বাগেরহাট জেলা প্রশাসনের পক্ষ থেকে শহরের দশানীস্থ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পরে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে গার্ড অব অনার প্রদান ও এক মিনিট নিরবতা পালন করা হয়।

এসময় বাগেরহাটের জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ, পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, সিভিল সার্জন কেএম হুমায়ুন কবির,

বাগেরহাট জেলা আওয়ামী লীগ নেতা এ্যাড. হেমায়েত উদ্দিন, জেলা যুবলীগের আহবায়ক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন,

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোছাব্বেরুল ইসলাম।

শার্শায় আইনগত সহায়তা প্রদান বিষয় অধিবেশন

পরে সকল শহীদদের স্মরণে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। এরপরেই বাগেরহাট সার্কিট হাউস মিলনায়তনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

এসব কর্মসূচি শেষে দশানীস্থ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শহীদদের শ্রদ্ধা জানাতে বিভিন্ন শ্রেনি পেশার মানুষের ঢল নামে।

এছাড়াও বাগেরহাটের মোরেলগঞ্জে মহান বিজয় দিবসের প্রথম প্রহরে ৩১বার তোপধ্বনি শেষে

মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের প্রতিনিধিরা।

সকাল ৭টায় উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশ, ফায়ার সার্ভিস,

উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ অর্পণ করে।

যশোরে ভুয়া ডিগ্রিধারীদের বিরুদ্ধে সোচ্চার ডেন্টাল সার্জনস

সরকারি এসএম কলেজ, সরকারি বালিকা বিদ্যালয়, সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি, প্রেস ক্লাব, উপজেলা স্কাউটস্, জাতীয় পার্টি, উপজেলা বিএনপি,

পৌর বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা পুষ্পমাল্য অর্পণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, সহকারি কমিশনার(ভূমি) মিকাইল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোজাম্মল হক,

মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম পুতুল এ সময় উপস্থিত ছিলেন।

/ এইচএম মইনুল ইসলাম

The Bangla Wall
http://shopno-tv.com/
https://shopnotelevision.wixsite.com/reporters
Shopno Television
Shopno Television
http://shopno-tv.com/

2 thoughts on “বাগেরহাটে মহান বিজয় দিবস উদযাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *