আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষা কেন্দ্রে হামলা
আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষা কেন্দ্রে হামলা হয়েছে।
বার কাউন্সিলে তালিকাভূক্তির লিখিত পরীক্ষা পদ্ধতি বাতিল দাবিতে শনিবার ১৯ ডিসেম্বর রাজধানীর কয়েকটি পরীক্ষা কেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজে সকাল ১০ টায় সব কটি কক্ষের জানালা দরজা ভাঙচুর করেছে স্থানীয় পরীক্ষার্থীরা।
শনিবার রাজধানীর নয়টিকেন্দ্রে পরীক্ষা হলেও মোহাম্মদপুর সরকারি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে একদল সন্ত্রাসী কেন্দ্রে প্রবেশ করে হামলা চালায়।
বিএনপি ভাস্কর্য অবমাননার মূল হোতা: সেতুমন্ত্রী
তারা পরিক্ষার্থীদের খাতা ছিঁড়ে জোর করে কেন্দ্র থেকে বের করে দেয়।
পরীক্ষা বর্জনের ঘটনা ঘটে পুরান ঢাকার লক্ষ্মীবাজার মহানগর মহিলা কলেজ কেন্দ্রেও।
আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষা এক ঘণ্টার মতো পরীক্ষা চলার পর মোহাম্মদপুর কেন্দ্রে একদল সন্ত্রাসী ঢুকে শিক্ষার্থীদের খাতা ছিঁড়ে
তাদের জোর করে কেন্দ্র থেকে বের করে দেয়।
তালায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী ধর্ষণের অভিযোগে মিন্টু গ্রেপ্তার
বার কাউন্সিলের লিগ্যাল এইড অ্যান্ড হিউম্যান রাইটস কমিটির চেয়ারম্যান মোখলেছুর রহমান বাদল জানান, মোট নয়টি কেন্দ্রে পরীক্ষা হওয়ার কথা ছিল।
এর মধ্যে মোহাম্মদপুরে একটু ঝামেলা হয়েছে। তাই ওই কেন্দ্রের পরীক্ষা স্থগিত করা হয়েছে। বাকি কেন্দ্রের পরীক্ষা ঠিকভাবেই সম্পন্ন হয়েছে।
স্থগিত কেন্দ্রে থাকা শিক্ষার্থীদের পরীক্ষা পরে নেওয়া হবে বলেও জানান তিনি।
তবে লক্ষ্মীবাজার কেন্দ্রে পরীক্ষা ঠিকমতোই হয়েছে বলে দাবি করেন তিনি।
Pingback: ভারত অস্ট্রেলিয়া দিবারাত্রি টেস্টে রেকর্ড গড়লো ভারত! - দ্যা বাংলা ওয়াল