সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত
সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় সাতক্ষীরার কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় আবু বক্কার সিদ্দিক (৪৫) নামের এক বাই সাইকেল আরোহী নিহত হয়েছেন।
এসময় তার ৫ বছর বয়সী শিশু ছেলে আহত হয়েছে।
সকাল ৮ টার দিকে কলারোয়া-চান্দুড়িয়া সড়কের কাদপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত আবু বক্কার সিদ্দিক (৪৫) উপজেলার কাদপুর গ্রামের মৃত আব্দুল মাজেদের ছেলে।
দাবি আদায়ের লক্ষে ভারতে পেট্রাপোল স্থল বন্দরে কর্মবিরতি
পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার সীমান্তবর্তী চান্দুড়িয়া থেকে কুমড়া বোঝাই করা একটি ট্রাক (যশোর-ট ১১-২১৪৪) কাদপুর গ্রামে পৌঁছালে
ওই বাইসাইকেল আরোহী ট্রাকটি অতিক্রম করতে যান। এসময় ট্রাকের পিছনের ডালায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই ছিটকে পড়ে যান আরোহীদ্বয়।
দুই জনকে আশঙ্কাজনক অবস্থায় এলাকাবাসী উদ্ধার করে স্থানীয় গয়ড়া বাজারের একটি ক্লিনিকে নেন।
ক্লিনিকে নেওয়ার পর পরই মৃত্যুবরণ করেন পিতা আবু বক্কর সিদ্দিক।
নড়াইলে গণশিক্ষা কার্যক্রমের ভুমিকা কর্মশালা অনুষ্ঠিত
মারাত্মক আহত অবস্থায় শিশুপুত্র রাফিদকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় নিহত আবু বক্কর সিদ্দিক চান্দুড়িয়াস্থ টিএমসি’র সাবেক সাধারণ সম্পাদক। রাফিদ তাঁর একমাত্র ছেলে।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আলহাজ্ব মীর খায়রুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,
পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের পর মৃতদেহ উদ্ধার করে। সেই সাথে কুমড়াবাহী ট্রাকটি জব্দ করা হয়েছে।




Pingback: গংগাচড়ায় আদালতের আদেশ অমান্য করে জমি দখল - দ্যা বাংলা ওয়াল