অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ এর বিদায় সংবর্ধনা
রংপুর ব্যুরো: রংপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) মারুফ আহমেদ এর বিদায় উপলক্ষে জেলা পুলিশের আয়োজনে
পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আজ বুধবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ আনোয়ার হোসেনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে
প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার বিপিএম (বার) পিপিএম।
অন্যান্যদের মধ্যে বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপার তার বক্তব্যে রংপুর জেলায় দায়িত্ব পালনকালে বিভিন্ন স্মৃতির কথা তুলে ধরেন এবং
দায়িত্ব পালনকালে তাকে সার্বিকভাবে সহায়তা করায় রংপুর জেলার সকল পুলিশ সদস্যদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
নড়াইলে মেয়র প্রার্থী আঞ্জুুমানয়ারা শুভেচ্ছা বিনিময়
নিজের বিবেকের কাছে দায়বদ্ধ থেকে সকলকে দায়িত্ব পালনে অনুরোধের পাশাপাশি তার পরিবারের জন্য তিনি সকলের নিকট দোয়া প্রার্থনা করে।
রংপুর জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপার ও তার পরিবারের সুস্বাস্থ্য কামনার পাশাপাশি
অতিরিক্ত পুলিশ সুপার মারুফ তার কর্মজীবনের উত্তোরোত্তর সাফল্য কামনা করেন।
রংপুর জেলা পুলিশের আয়োজনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মধুসূদন রায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) রংপুর,
আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) রংপুর,মোঃ কামরুজ্জামান, পিপিএম-সেবা, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) রংপুর,
মোঃ আরমান হোসেন পিপিএম,সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) রংপুর, জেলা বিশেষ শাখার ডি আই ও (১) এ কে এম শরিফুল আলম এবং
মোঃ আঃ ওয়াহেদ (আরওআই) রিজার্ভ অফিস, রংপুর এবং জেলার আটটি থানার অফিসার ইনচার্জ গণসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ।
কালিগঞ্জে কোভিড ১৯ ও আম্পানে ক্ষতিগ্রস্তদের অর্থ আত্মসাৎ
উল্লেখ্য: বিদায়ী অতিরিক্ত পুলিশ গত ১৭-০৭-২০১৭ খ্রিঃ তারিখ অতিরিক্ত পুলিশ সুপার (তারাগঞ্জ/বদরগঞ্জ) সার্কেল হিসেবে রংপুর জেলায় যোগদান করে
পুলিশ সদস্যদের ওয়েলফেয়ারের বিষয়টি দেখভালের পাশাপাশি সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করায় সর্বমহলে প্রশংসিত হয়েছে।
বিনয়ী ও সদালাপী এ পুলিশ কর্মকর্তা স¤প্রতি অতিরিক্ত পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা (ডিএসবি) রাঙ্গামাটি জেলায় বদলি হওয়ায়
নতুন কর্মস্থলে যোগদানের নিমিত্তে তিনি দায়িত্ব হস্তান্তর করেন।
Pingback: সরকারের একযুগ পূর্তিতে জেলা আওয়ামীলীগের আলোচনা - দ্যা বাংলা ওয়াল