প্রতিবন্ধী ছেলেকে বাঁচাতে রিক্সা চালক বাবার আকুতি
প্রতিবন্ধী ছেলেকে বাঁচাতে রিক্সা চালক বাবার আকুতি।
২৭ পারা কুরআনের হাফেজ শামীম হঠাৎ মানসিক প্রতিবন্ধী, চিকিৎসা দিতে ব্যর্থ রিক্সা চালক বাবা, সাহয্যের আবেদন জানিয়েছেন সর্বস্তরের মানুষের কাছে।
অভাবের সংসার, দারিদ্রতা যেন কোনভাবেই সামনে এগিয়ে যেতে দেয়না। তবুও ছেলেকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে চান রিক্সাচালক বাবা।
স্বপ্ন তো স্বপ্নই বিশাল আকাশের ন্যায়, সাগরের দিকে থাকলে চোখ জুড়িয়ে যায়, স্বপ্ন তেমনি যার আকার নেই।
যাকে কোরআনের হাফেজ বানানোর স্বপ্ন, তাকে শিকলে বেঁধে রেখেছে বছর পার।
গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার ২নং ওয়ার্ডের শ্রীপুর পশ্চিপাড়া গ্রামের রিক্সা চালক নজরুল ইসলামের ছেলে মোঃ শামীম রানা (১৮)।
লেখাপাড়ায় বেশ মেধাবী ছেলেটি ২৭ পারা পবিত্র কোরআন শরীফ মুখস্ত করার পর মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছে।
আর এতে বিপাকে পড়েছে অসহায় হত দরিদ্র রিক্সাচালক পিতা।
প্রতিবন্ধী ছেলেকে বাঁচাতে একমাত্র ছেলে সন্তানের এমন অবস্থায় ভারাক্রান্ত হয়ে পড়েছে পুরো পরিবার।
শ্রীপুর ভাংনাহাটি রহমানিয়া কামিল স্নাতোকোত্তর মাদ্রাসায় অষ্টম শ্রেণি পর্যন্ত ২০১৩ সালে লেখাপাড়য় অধ্যায়নরত থাকা অবস্থায়
হঠাৎ মানসিক রোগে আক্রান্ত হওয়ার পর মানসিক প্রতিবন্ধী হয়ে যায়।
শাহজাদপুরে নির্মান প্রকল্প বিষয়ে প্রেস কনফারেন্স
পরবর্তীতে ঢাকার জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট হাসপাতালে প্রায় এক বছর যাবত চিকিৎসা প্রদান করেন।
এক বছর যাবত চিকিৎসা করার পর ওই হাসপাতাল থেকে পাবনা মানসিক হাসপাতালে পাঠানো হয়। গরিব বাবা অর্থ সংকটে চিকিৎসা করাতে বর্তমানে ব্যর্থ হয়ে পড়েছে।
তাই পাবনা থেকে নিয়ে এসেছে নিজ বাড়ীতে । প্রথম দিকে শিকলে বেঁধে রেখেছে দিনের পর দিন।
কিছুটা সুস্থ হওয়ার পর আবারো অসুস্থ হওয়ার উপক্রম হয়ে দাড়িয়েছে শামীমের।
প্রতিদিনই ঔষধ লাগে কয়েক কয়েক শতাধিক টাকার , রিক্সা চালক বাবা প্রতিদিন ৩০০টাকা রোজগার করে ছেলে পিছনে ব্যয় করে।
নিজের সংসার চালাতে হিমশিম খেয়ে ওই অসহায় পরিবারটি।
ঝিকরগাছায় ইটভাটার ট্রাক কেড়ে নিলো দুই নারীর প্রাণ
তাই সমাজের ধনী, বিত্তবান ও বিভিন্ন শ্রেণির মানুষের কাছে আবেদন চেয়ে হাত বাড়িয়েছেন ওই অসহায় বাবা।
আসুন আমরা যার যার সামর্থানুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দেই, একজন দরিদ্র মানসিক পতিবন্ধী মানুষকে চিকিৎসা সেবা দিয়ে
স্বাভাবিক জীবন যাপনে ফিরিয়ে আনতে চেষ্টা করি।
মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের ইচ্ছায় শামীম আবার সুস্থ্য হয়ে ইসলামী শিক্ষায় সর্বোচ্চ শিক্ষিত হয়ে আলো ছড়াতে পারে বাংলাদেশের আনাচে-কানাছে।
বিকাশ পার্সোনাল নাম্বারে সাহায্য পাঠাতে পারেন হাফেজ শামীমের বাবা নজরুল ইসলামের মুঠোফোন বিকাশ নাম্বার ০১৬৩২৩৯১১৭১।
Pingback: নড়াইলে গ্রামীন খেলা ও অটিস্টিক শিশুদের জন্য ক্রীড়া - দ্যা বাংলা ওয়াল
Pingback: নড়াইল নির্বাচনে প্রতিবেশি দুই মেয়র প্রার্থী মাঠ কাঁপাচ্ছেন - দ্যা বাংলা ওয়াল