সুনামগঞ্জে আইনজীবি সহকারী সমিতি আইয়ুব সভাপতি
বাংলাদেশ আইনজীবি সহকারী সমিতি সুনামগঞ্জে জেলা শাখার নির্বাচনে মো. আইয়ুব সভাপতি ও সাধারন সম্পাদক মকবুল।
বাংলাদেশ আইনজীবি সহকারী সমিতি সুনামগঞ্জ জেলা শাখার নির্বাচন সম্পন্ন হয়েছে।
রবিবার সকাল ১০টা থেকে একাটানা বিকেল ৫টা পর্যন্ত আইনজীবি সহকারী সমিতির কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার
এড.সাইদুর রহমান ও সহকারী নির্বাচন কমিশনার আইনজীবি সহকারী আবুল হোসেন ও শাহ মোহাম্মদ রফিকুল ইসলামের তত্বাবধানে
এ নির্বাচন অনুৃষ্ঠিত হয়। এতে কার্যকরী পরিষদের ১৫টি পদে প্রার্থীরা প্রতিদ্বন্ধীতা করেন এবং রাতে ভোট গননার ফলাফল প্রকাশ করা হয়।
সুনামগঞ্জের ছাতকে বাড়িঘর ও জায়গা-জমি দখলের অভিযোগ
শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন
সুনামগঞ্জে আইনজীবি এতে সভাপতি পদে মো. আইয়ূব আলী ১৪৪ ভোট পেয়ে নির্বাচিত হন। এছাড়া ও সহসভাপতি পদে সোমেন্দু শেখর বড়াল,
সহ সভাপতি পদে মো. ফারুক আহমদ,স্ধাারন সম্পাদক পদে মকবুল হোসেন আজাদ, সহ সাধারন সম্পাদক পদে মো. আব্দুল মন্নান,
অর্থ সম্পাদক পদে মাহফুজুর রহমান কবির,সাংগঠনিক সম্পাদক পদে আহাম্মেদ কবির সোহেল, প্রচার সম্পাদক বাবু বেনু মাধব দাস,
সদস্য আব্দুল ওয়াহিদ বাবুল মহেন্দ্র কুমার দাস, সিরাজুল ইসলাম সোহেল,বুৃরহান উদ্দিন, মিন্টু রায়, মো. আবুল হোসেন(২) ও মো. শফিক মিয়া প্রমুখ।
এই কমিটির কার্যক্রম আগামী একবছর পর্যন্ত চলমান থাকবে।
Pingback: সুনামগঞ্জের আবারো ডোবা শুকিয়ে মাছ লুটপাট - দ্যা বাংলা ওয়াল
Pingback: দ্বিতীয় দিনের মতো আজও অচল পেট্রাপোল-বেনাপোল বাণিজ্য - দ্যা বাংলা ওয়াল