নড়াইলে শহরের মধ্য দিয়ে ৪ লেন সড়ক বন্ধের দাবি
নড়াইলে শহরের মধ্য দিয়ে ৪ লেন সড়ক বন্ধের দাবিতে দোকান মালিক ও ব্যবসায়ীদের মানববন্ধন অনুষ্ঠিত।
শহরের মধ্যে মসজিদ-মন্দির-মার্কেট ভেঙ্গে চার লেনের রাস্তা নির্মান চলবে না,জেলা পরিষদের জায়গায় সড়ক ও জনপথ অধিদপ্তরের
দ্বারা চার লেনের রাস্তা করা চলবেনা, পৌর মার্কেট ভাঙ্গলে বর্তমান বাজার দর অনুযায়ী ক্ষতিপুরন দিতে হবে,
শহরের বাইরে দিয়ে ৪ লেন করাসহ বিভিন্ন দাবিতে নড়াইলে ব্যাবসায়ি ও দোকান মালিকদের মানববন্ধর অনুষ্ঠিত হয়েছে।
রাজশাহীর চারঘাটে পৌর নিবার্চনে নৌকার নির্বাচনী সভা
পরে তার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান মন্ত্রী বরাবর স্মরক লিপি প্রদান করেন।বৃহস্পতিবার সকালে ব্যবসায়ী ও দোকান মালিকদের
আয়োজনে শহরের বানিজ্যিক এলাকা রুপগঞ্জ বাজারের নড়াইল-যশোর সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জাল দলিলে শার্শার কাচারি বাড়ির সরকারি সম্পত্তি দখল
এসময় বক্তব্য রাখেন ব্যবসায়ী সাইফুল আলম বাচ্চু, নবীর হোসেন, কামরুল বিশ^াস সহ অনেকে বক্তরা বলেন,
আমরা নড়াইলের উন্নয়ন চাই, মসজিদ, মন্দির, দোকান ভেঙ্গে আমরা কোন উন্নয়ন চাইনা।
নড়াইলে শহরের ব্যাবসায়ি ও দোকান মালিকদের ক্ষতি করে শহরের মধ্য দিয়ে ৪ লেন রাস্তা আমরা চাই না।
মেইন রাস্তার পাশ্বে সে কয় ফিট জায়গা আছে সে টুকু বাড়িয়ে রাস্তা প্রসস্ত করন করা হোক।
৪ লেন করতে হলে শহরের বাইরে দিয়ে করা হোক।
এ ব্যাপারে বক্তরা মাননীয় সংসদ সদস্য মাশরাফি বিন মোত্তুর্জা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশু হস্তক্ষেপ কামনা করেন।

Pingback: তিন বার নির্বাচিত চেয়ারম্যান হাকিমের জানাজা অনুষ্ঠিত - দ্যা বাংলা ওয়াল