১০১টি বাজির শব্দে ও শোভা যাত্রায় জন্ম শতবার্ষিকী পালন
১০১টি বাজির শব্দে ও বিশাল শোভা যাত্রার মধ্যে দিয়ে বেনাপোলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী পালন।
যশোরের শার্শা উপজেলা আওয়ামীলীগ (মেয়র সমর্থিত) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী দিবসটি
নানা বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করেন। বুধবার বিকেলে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত
শার্শা উপজেলা শাখা, যুবলীগ, মহিলা লীগ, ছাত্রলীগসহ সকল অঙ্গসংগঠনের নেতা কর্মীরা
বেনাপোল ফুটবল মাঠ থেকে বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী ও শিশু দিবস ২০২১ উপলক্ষে এক আনন্দ শোভা যাত্রা বের হয়ে
বেনাপোলের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। আনন্দ শোভা যাত্রা শেষে ঐতিহাসিক
এ ফুটবল মাঠে মুজিব কোর্ট পরাহিত ও শিশুদের নিয়ে জন্মবার্ষিকীর কেক কাটা হয়।
কেক কাটা শেষে ১০১ টি বাজির শব্দে ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিবসটি পালন করা হয়।
বিকাল ৫টায় ফুটবল মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও
বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন।
শার্শায় বঙ্গবন্ধুর ১০১তম জন্মদিন ও শিশু দিবস পালিত
তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে এবার দিনটি উদযাপিত হেেচ্ছ।
বিশ্ব গণমাধ্যমের চোখে বঙ্গবন্ধু ছিলেন ক্ষণজন্মা পুরুষ। অনন্য সাধারণ এই নেতাকে ‘স্বাধীনতার প্রতীক’ বা ‘রাজনীতির ছন্দকার’ খেতাবেও আখ্যা দেয়া হয়।
বিদেশী ভক্ত, কট্টর সমালোচক এমনকি শত্রæরাও তাদের নিজ নিজ ভাষায় তাঁর উচ্চকিত প্রশংসা করেন।
সাম্য, মৈত্রী, স্বাধীনতা, গণতন্ত্র ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বিরামহীন সংগ্রামে অবদান রাখার জন্য তিনি বিশ্বশান্তি পরিষদ প্রদত্ত জুলিও কুরি পদকে ভূষিত হন।
বঙ্গবন্ধু ছিলেন জনগণের নেতা এবং তাদের সেবায় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন।
জাতির পিতা বঙ্গবন্ধু এর জন্মশতবার্ষিকী উদ্যাপনে র্যাব-১২
তাকে দেয়া বঙ্গবন্ধু খেতাবে এই দেশপ্রেমিক নেতার প্রতি দেশের মানুষের গভীর ভালবাসা প্রতিফলিত হয়।’
এসময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি সহিদুল আলম, আবুল হোসেন বাবলু,
বেনাপোল পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত আহবায়ক আহসান উল্লাহ মাস্টার, শার্শা উপজেলা আওয়ামীগের যুগ্ম সাধারন সম্পাদক ফজলুল হক বকুল,
দপ্তর সম্পাদক আজিবর রহমান, প্রচার সম্পাদক ইলিয়াছ আযম, শ্রম বিষয়ক সম্পাদক শেখ কোরবান আলী.
ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক আলতাফ হোসেন,শার্শা উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান,
বেনাপোল পৌর প্যানেল মেয়র সাহাবুদ্দিন মন্টুসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
১০১টি বাজির শব্দে অনুষ্ঠানটি পরিচালনা করেন বেনাপোল পৌর আওয়ামী যুবলীগের আহবায়ক সুকুমার দেবনাথ।

Pingback: বঙ্গবন্ধু হ্যামিলনের বাঁশি ওয়ালার মতো পথ দেখিয়েছেন - দ্যা বাংলা ওয়াল
Pingback: বেনাপোলে ভাগ্নিকে উত্যক্তের প্রতিবাদে মামাকে ছুরিকাঘাত - দ্যা বাংলা ওয়াল