কাপাসিয়ায় রাস্তায় ঝড়ল দুই শ্রমিকের প্রাণ
কাপাসিয়ায় রাস্তায় ঝড়ল দুই শ্রমিকের প্রাণ।
গাজীপুরের কাপাসিয়ায় কাভার্ডভ্যানকে সাইড দিতে গিয়ে ইটবোঝাই ট্রলির ধাক্কায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (২৯ মার্চ) বেলা সোয়া ১২টার দিকে কাপাসিয়ার বলখেলা বাজার আঞ্চলিক সড়কের আরিফ দর্জির বাড়ির পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো, মো.ইউসুফ(১৮) ময়মনসিংহের ধোবাউরা থানার খাগরা এলাকার প্রয়াত মজিবুরের ছেলে এবং একই এলাকার ছত্তরের ছেলে আবু বকর (২২)।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী : সুনামগঞ্জে উন্নয়ন মেলার সমাপ্তি
জানা যায়, দ্রুত গতির একটি ইটবোঝাই ট্রলি কাপাসিয়ার দিকে যাচ্ছিল।
এসময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানকে সাইড দিতে গিয়ে ইটা বোঝাই ট্রলিটি গাছের সঙ্গে ধাক্কা লাগে।
এ সময় ট্রলির পেছনে ইটের উপর বসা দুই শ্রমিক ছিটকে পড়ে ইটের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
নড়াইলে শেষ হলো মোবাইল সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ
কাপাসিয়া থানার উপপরিদর্শক (এস আই) নাহিদ হাসান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,
ইটা বোঝাই ট্রলি গুলো বেপরোয়া ভাবে চলাচলের কারণে দূর্ঘটনা ঘটছে।এ ঘটনায় ট্রলির চালক পালিয়ে গেছে। ট্রলিটি জব্দ করা হয়েছে।
কাপাসিয়ায় রাস্তায় ঝড়ল এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Pingback: নড়াইল পৌর এলাকার ড্রেন নির্মান কাজের উদ্বোধন - দ্যা বাংলা ওয়াল