শ্রীপুরে সাফারী পার্ক থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
শ্রীপুরে সাফারী পার্ক থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার।
গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কের ভেতর থেকে অজ্ঞাত যুবকের (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল ১০টার দিকে শ্রীপুর থানা পুলিশ পার্কের ৪ নং গেটের ভেতর উত্তর পাশে পড়ে থাকা মরদেহটি উদ্ধার করে।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আমজাদ হোসেন জানান, যুবকের গলায় বেল্ট ও শার্ট পেঁচানো ছিল। নাক মুখ দিয়ে রক্ত বের হয়েছে।
তালায় আলাদিপুর মসজিদে যুবকের মরদেহ উদ্ধার
পরনে কালো ধূসর বর্ণের প্যান্ট ও চেক শার্ট পরিহিত ছিল। ধারণা করা হচ্ছে মঙ্গলবার ভোরের দিকে যুবককে শ^াসরোধে হত্যা করা হয়েছে।
মরদেহের সুরতহাল করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পঠানো হবে।
নড়াইল পৌর এলাকার ড্রেন নির্মান কাজের উদ্বোধন
বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান জানান,
শ্রীপুরে সাফারী পার্ক থেকে যেখানে মরদেহ পাওয়া গেছে সে জায়গাটি শাল বন বেষ্টিত। দর্শণাথীরা সাধারণত ওই স্থানে যান না।
বাইরে থেকে হত্যার পর দুর্বত্তরা মরদেহ পার্কের প্রাচীরের ভেতর ফেলে গেছে বলে মনে হচ্ছে।

Pingback: নওগাঁয় বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের লাঠিচার্জ - দ্যা বাংলা ওয়াল