বিচারক-আইনজীবীদের সাদা ড্রেস ও কালো টাই পরার নির্দেশ
বিচারক-আইনজীবীদের সাদা ড্রেস ও কালো টাই পরার নির্দেশ।
দেশে করোনাভাইরাসের সংক্রমণ আবারো উদ্বেগজনক পর্যায়ে পৌঁছায় বিচারক ও আইনজীবীদের নতুন নির্দেশনা দিয়েছেন সুপ্রিম কোর্ট।
নির্দেশনায় বলা হয়, সুপ্রিম কোর্টসহ অধস্তন আদালতের বিচারক ও আইনজীবীরা কালো কোট এবং গাউনের পরিবর্তে সাদা ড্রেস ও নেক ব্যান্ড, কালো টাই পরবেন।
মঙ্গলবার (৩০ মার্চ) সুপ্রিম কোর্ট এ নির্দেশনা দেন।
আদালত সূত্রে জানা গেছে, প্রধান বিচারপতির সাথে সুপ্রীম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতিদের আলোচনাক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ভারত ফেরত যাত্রীদের আবারো থাকতে হবে কোয়ারেন্টাইনে
পরিবর্তিত এ পরিস্থিতিতে বিচারক এবং আইনজীবীদের সাদা শার্ট বা সাদা শাড়ী/সালোয়ার কামিজ ও সাদা নেক ব্যান্ড/কালো টাই পরিধান করবেন।
এ ক্ষেত্রে কালো কোট এবং গাউন পরিধান করার প্রয়োজনীয়তা নেই।
অবরুদ্ধ কুষ্টিয়া বিএনপি কার্যালয়, প্রতিবাদে সাংবাদিক সম্মেলন
বিচারক-আইনজীবীদের সাদা ড্রেস এই নির্দেশনা বাংলাদেশ সুপ্রীম কোর্ট এবং দেশের সকল অধস্তন আদালতে অবিলম্বে কার্যকর হবে।
এর আগে দেশে করোনাভাইরাসের সংক্রমণ পুনরায় বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে জরুরি সেবা প্রতিষ্ঠান ছাড়া সব অফিস ও কারখানা অর্ধেক জনবল দ্বারা পরিচালনা,
উপাসনালয়ে স্বাস্থ্যবিধি মানা, জনসমাগম সীমিত করা, গণপরিবহনে ধারণক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহনসহ ১৮ দফা নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

Pingback: চারঘাটে পরিচ্ছন্নতা কর্মীদের করনীয় বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত - দ্যা বাংলা ওয়াল
Pingback: চারঘাটে নবনির্বাচিত পৌর মেয়র একরামুল হকের দ্বায়িত্ব গ্রহন - দ্যা বাংলা ওয়াল