মজুমদারের বিরুদ্ধে পাবনার মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ সমাবেশ
পাবনা সরকারী এডওয়ার্ড কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ড. হুমায়ুন কবির মজুমদারের বিরুদ্ধে পাবনার মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ সমাবেশ।
পাবনার সরকারী এডওয়ার্ড কলেজের বার্ষিক ক্যালেন্ডার ও ডায়েরিতে বঙ্গবন্ধুর খুনি খন্দকার মোশতাকের ছবি প্রকাশ করায়
কলেজের অধ্যক্ষ ড. হুমায়ুন কবির মজুমদারের অপসারণ ও বিচারের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছে মুক্তিযোদ্ধারা।
নড়াইলে কোভিড-১৯ ভ্যাকসিন দ্বিতীয় ডোজের টিকা দেয়া শুরু
বৃহস্পতিবার সেক্টর কমান্ডারস্ ফোরাম মুক্তিযুদ্ধ-৭১ ও একাত্তরের মুক্তিযোদ্ধা সংসদ
পাবনা জেলা শাখার আয়োজনে সংগঠনের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়।
মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে এডওয়ার্ড কলেজের প্রধান ফটকের সামনে এসে প্রতিবাদ সভায় মিলিত হয়।
বিকৃত যৌনাচার কালিগঞ্জে মাদ্রাসা শিক্ষক আটক
প্রতিবাদ সভায় বক্তব্য দেন সেক্টর কমান্ডারস্ ফোরাম মুক্তিযুদ্ধ-৭১ পাবনা জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.স.ম আব্দুর রহিম পাকন,
জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান টিংকু,
একাত্তরের মুক্তিযোদ্ধা সংসদ পাবনা সদর উপজেলা শাখার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলী জব্বার প্রমুখ।
মজুমদারের বিরুদ্ধে পাবনার বক্তারা অবিলম্বে সরকারী এডওয়ার্ড কলেজের বার্ষিক ক্যালেন্ডার ও
ডায়েরি প্রত্যাহার এবং অধ্যক্ষের অপসারণ ও বিচারের দাবি করেন।

Pingback: সিরাজগঞ্জের সদরে র্যাবের অভিযানে গাঁজা সহ গ্রেফতার - দ্যা বাংলা ওয়াল