দেশব্যাপীআইন- আদালতপরিবেশ ও সমাজশিরোনামসর্বশেষসব খবর

চাটখিলে সাবেক স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চাটখিলে সাবেক স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. সুজন (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার মো. সুজন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার শ্রীনারায়নপুর গ্রামের মোখছুপি বাড়ির লাতু মিয়ার ছেলে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, আসামিকে গ্রেফতার দেখিয়ে

শনিবার (১০ এপ্রিল) দুপুরে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার (০৯ এপ্রিল) বেলা ১১টার দিকে সুজন তার সাবেক স্ত্রীর বাবার বাড়িতে এসে অসদাচরণ করেন এবং এক পর্যায়ে সাবেক স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করেন।

পরে ঐ নারীর চিৎকারে বাড়ির লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে অভিযুক্ত সুজনকে আটক করে পুলিশে সোপর্দ করে।

প্রেমের ফাঁদে ফেলে অপহরণ ও মুক্তিপণ দাবী; গ্রেফতার

এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে শনিবার সকালে চাটখিল থানায় মামলা দায়ের করেন।মামলার এজহার ও ভুক্তভোগী নারী জানায়,

২০১২ সালে পারিবারিকভাবে রামগঞ্জ উপজেলার লাতু মিয়ার ছেলে সুজনের সাথে তার বিয়ে হয়। তাদের ৮ বছরের একটি মেয়ে রয়েছে।

যৌতুকসহ পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে সুজন প্রায়ই তার সাথে খারাপ ব্যবহার করতেন।

হবিগঞ্জে ডাকাত সন্দেহে গণপিটুনিতে ২ যুবক নিহত

এক পর্যায়ে সুজন বিদেশে চলে যান। বিদেশে যাওয়ার পর তিনি স্ত্রী-সন্তানের সাথে যোগাযোগ এবং তাদের ভরণপোষণ বন্ধ করে দেন।

২০১৯ সালে নোটারী পাবলিকের মাধ্যমে তার স্ত্রী তাকে ডিভোর্স দিয়ে পারিবারিক আদালতে মামলা করেন। পরবর্তীতে তিনি দেশে এসে অন্যত্র বিয়ে করেন।

কিন্তু সুজন তার কাবিননামার টাকা দিতে অস্বীকৃতি জানান এবং প্রায়ই মামলা তুলে নিতে হুমকি দিতে থাকেন।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ঐ নারীর মা-বাবা বাড়িতে ছিলেন না।

চাটখিলে সাবেক স্ত্রীকে এ সুযোগে সুজন বাড়িতে এসে গালাগাল করেন এবং এক পর্যায়ে তাকে ধর্ষণের চেষ্টা চালালে ঐ নারীর চিৎকারে

আশপাশের লোকজন ছুটে এসে সুজনকে আটক করে পুলিশে সোপর্দ করে।

/ মোঃ ইব্রাহিম

https://shopnotelevision.wixsite.com/reporters
The Bangla Wall
http://shopno-tv.com/
https://shopnotelevision.wixsite.com/reporters
Shopno Television
Shopno Television
http://shopno-tv.com/

One thought on “চাটখিলে সাবেক স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেফতার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *