দেশব্যাপীজীবনশৈলীশিরোনামসর্বশেষসব খবর

পোরশায় সহায়তা চাইলেন খুবই দরিদ্র ও অসহায় এক নারী

পোরশায় মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বাড়ি সহায়তা চাইলেন খুবই দরিদ্র ও অসহায় এক নারী।

নওগাঁর পোরশা থানায় গবিড়া কুড়ি গ্রামের রাহেনা বেগম (৪২)।

এই মহিলার আকুল আবেদন মাননীয় প্রধানমন্ত্রী আমার একটা বাড়ি দরকার সাহায্য দরকার কারন আমি খুব অসহায়।

তিনি জানান আমি একজন খুবই দরিদ্র ও অসহায়।

আমাকে যে রোজগার করে খাওয়াবে এমন কেউ নাই, আমার নিজের উপার্জন আমাকে নিজেই করতে হয়।

তিনি আরো জানান যে এক ছেলে ও এক মেয়ে নিয়ে, আমি ভিক্ষা করে মানুষের দ্বারে দ্বারে গিয়ে কোনরকম জীবিকা অর্জন করি।

বিশেষ অভিযানে সিরাজগঞ্জের সলঙ্গায় শীর্ষ জুয়াড়ি গ্রেফতার

একবেলা খেয়ে থাকি তো আরেক বেলা না খেয়ে থাকতে হয়। আমার একটি কোনরকম থাকার ঘর আছে, সেই ঘরে বৃষ্টির পানি পড়ে।

আমার স্বামী আর একটা বিয়ে করেছেন, আমার সাথে তার কোনো রকম সম্পর্ক নাই।

নড়াইলের লাহাগড়ায় দুই পুলিশ কর্মকর্তার ওপর হামলা

আমার দাবী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি বাড়ি অনুদান চাই। আপনি দয়া করে আমাকে একটি বাড়ি উপহার দিবেন।

ভিক্ষাছাড়া আমার এবং আমার পরিবারের পক্ষে খরচ বহন করা সম্ভব হয় না।

তাই আপনাদের মধ্যে যদি কোনো সহৃদয়বান ব্যাক্তি আমার অবস্থার কথা বিবেচনা করে একটু সহানুভূতির হাত বাড়িয়ে দিতেন

পোরশায় সহায়তা চাইলেন খুবই তাহলে আমি খুব উপকৃত হতাম বেচে থাকার আশা দেখতাম।

যদি কেউ সাহায্য করতে চান তাহলে নিচের ঠিকানায় পাঠাতে পারেন BKASH ০১৭৭-৮৬৮-৫৯২০

/ মোহাম্মদ হোসেন (বাবু)

https://shopnotelevision.wixsite.com/reporters
http://shopno-tv.com/
The Bangla Wall
http://shopno-tv.com/
https://shopnotelevision.wixsite.com/reporters
http://shopno-tv.com/

2 thoughts on “পোরশায় সহায়তা চাইলেন খুবই দরিদ্র ও অসহায় এক নারী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *