শ্যামনগরে পানিতে পড়ে ছিল গৃহবধূর মরদেহ
শ্যামনগরে পানিতে পড়ে ছিল গৃহবধূর মরদেহ।
সাতক্ষীরার শ্যামনগরে মাছের ঘেরের ভেরি থেকে নুরনেছা খাতুন (৪০) নামে এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
তার মৃত্যুকে ঘিরে রয়েছে অনেক রহস্য মনে করছেন স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৩ এপ্রিল) গভীর রাতে উপজেলার মাজাট গ্রামে।
নিহত গৃহবধূ মাজাট গ্রামের গফফার হোসেনের স্ত্রী। নিহত গৃহবধূর স্বামী গফফার হোসেন জানান, প্রতিদিনের মতো তার স্ত্রী পাশের রুমে ঘুমিয়ে ছিল।
রাত দুইটার দিকে পাশের রুমে যেয়ে দেখেন তার স্ত্রী সেখানে নেই। এ সময় তিনি বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকেন।
পরবর্তীতে ভোর পাঁচটার দিকে স্থানীয় একজন খবর দেয় তার স্ত্রী জনৈক মোশারফ হোসেনের ঘেরের পানিতে পড়ে আছে।
সিরাজগঞ্জে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার
অতি দ্রুত সেখানে যেয়ে দেখেন ঘেরের পানির ভিতর পড়ে আছে নুরুন্নেসা খাতুনের মরদেহ দেহ।
স্থানীয়রা থানায় খবর দিলে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে তার স্ত্রী মানসিক ভারসাম্যহীন ছিল বলে তিনি দাবি করেন।
নিহত গৃহবধূর মেয়ে আফরোজা খাতুন বলেন, তার মা ৫ বছর যাবত মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।
জ্বীনে তার মাকে হত্যা করেছে এমন ধারণা তার।
পোরশায় নিতপুরে ধানে কীটনাশক দিয়েছে প্রতিদ্বন্দী শত্রুরা
নিহত গৃহবধূর ভাই বলেন, তার স্বামী গতকাল রাতে তার উপরে নির্যাতন চালায় বিষয়টি তার বোন তাকে ফোনে জানিয়ে ছিল।
শ্যামনগরে পানিতে পড়ে ছিল তার বোনকে হত্যা করেছে তার বোন জামাই এমনই অভিযোগ করেন তিনি।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য
সদর হাসপাতালে প্রেরণ করার প্রস্তুতি চলছে।
ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর আসল রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে বলে তিনি জানান।


Pingback: দৈনিক সূর্যোদয় পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ - দ্যা বাংলা ওয়াল
Pingback: সাভার উপজেলায় বাথরুমের ফলস ছাদে শিশুর লাশ - দ্যা বাংলা ওয়াল