পাবনা ভাড়ারা জমিদার জায়েদ আলী খানের নাতি আর নেই
পাবনা ভাড়ারা জমিদার জায়েদ আলী খানের নাতি, সরকারি এডয়ার্ড কলেজেে ও বুলবুুল কলেজের ্উদ্ভিদ বিজ্ঞান বিভাগের
প্রাক্তন প্রফেসার শামসুল আলম স্যার আজ ২৮ এপ্রিল ভোর ৩.২০ মিনিটে শেষ নিঃস্বাস ত্যাগ করেন।(ইন্না লিল্লাাহি ওয়াা ইন্না ইলাহি রজিউন)
তিনি ছিলেন মরহুম মগরেব আলী মুন্সীর প্রথম পুত্রের প্রথম কন্যার স্বামী।
তিনি পাবনা তথা বাংলাদেশের সবচেয়ে প্রবীণ বিবাহিত জুটি হিসেবে পরিচিত ছিলেন।
বেনাপোলে জমি নিয়ে বিরোধ সন্ত্রাসীদের হামলায় আহত ৫
একে অপরের হাত ধরে পথ চলার এমন দৃশ্য আর দেখবে না পাবনাবাসী।
পাবনার বহুল পরিচিত এই ভাড়ারা জমিদার জায়েদের নাতির প্রবীন জুটির একজন পাড়ি জমালেন পরপারে।
কেরানীগঞ্জে কুকুরের মাথা ও চামড়াসহ কসাই আটক
বড় দুলাভাই মারা যাওয়ায় গভীর শোক প্রকাশ করেন পাবনা জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পাবনা ও
সিরাজগঞ্জ সংরক্ষিত আসনের মাননীয় সাংসদ রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য জনাবা নাদিরা ইয়াসমিন জলি এমপি মহোদয়।
সর্বত্র একসাথে চলা, এমন ভালোবাসার দৃষ্টান্ত বর্তমান যুগে সত্যিই বিরল।


Pingback: পাবনায় ল্যাব ও লিকুইড অক্সিজেন প্লান্ট স্থাপনের দাবি - দ্যা বাংলা ওয়াল