বেনাপোলে রেখা ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ
বেনাপোলে রেখা ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ।
যশোরের বেনাপোল এলাকার ১৭৫ জন অসহায় এবং দু:স্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলো ‘রেখা ফাউন্ডেশন’।
কোভিড-১৯ মহামারী করোনাকালীন সময়ে সমগ্র দেশ জুড়ে চলছে লকডাউন কর্মসূচি।
এ সময়ে দৈনন্দিন খেটে খাওয়া মানুষ গুলো পড়েছে বিপাকে।
অসহায় এবং দু:স্থ সকল মানুষ গুলোর কথা চিন্তা করে ‘রেখা ফাউন্ডেশন’ এই উদ্যোগ গ্রহণ করে।
সোমবার সকালে বেনাপোল পৌর এলাকার দূর্গাপুর রোডে অবস্থিত ‘রেখা ফাউন্ডেশনের’
স্থায়ী কার্যালয় থেকে এই ঈদ সামগ্রী বিতরণের কার্যক্রম শুরু করা হয়।
গাজীপুরে ভোক্তা অধিকারের অভিযান ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
২০১৬ সালের ডিসেম্বরে প্রতিষ্ঠিত সমাজ সেবামূলক প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও বেনাপোল পৌর স্বেচ্ছাসেবকলীগের
সহ সভাপতি আশরাফুল আলম উজ্জল এ সামগ্রী বিতরণ করেন।
বেনাপোলে রেখা ফাউন্ডেশনের উদ্যোগে এ সময় তার পিতা হাজী রবিউল ইসলাম রবি এবং তার ভ্রাতা মোঃ শরিফুল আলম নয়ন উপস্থিত ছিলেন।
প্রত্যেক অসহায় এবং দু:স্থ পরিবারের মাঝে সেমাই, চিনি, সুজি, লাচ্ছা সেমাই, গুড়া দুধ, নুডলস, তেল, বাদাম, কিসমিস,
ডালডা, কুলসি সরবত পাউডার এবং সাবান প্রদান করা হয়।
রেখা ফাউন্ডেশনের পরিচালক আশরাফুল আলম উজ্জল বলেন,করোনা কালীন সময়ে লকডাউন থাকায় সমাজে
অসহায় মানুষদের পাশে দাড়াতে আমাদের এই প্রয়াস।
টঙ্গী প্রেসক্লাবে অগ্নিকান্ড আসবাব ও সরঞ্জাম পুড়ে গেছে
দেশের বিভিন্ন ক্রান্তি সময়ে আমার এই প্রতিষ্ঠান শুরু থেকেই গরীব ও অসহায়দের সাহায্য সহযোগিতা করে যাচ্ছে।
বিশ্বব্যাপী করোনা শুরুর প্রাক্কালে আমাদের প্রতিষ্ঠানটির মাধ্যমে বেনাপোলের এই দূর্গাপুর এলাকার গরীব মানুষের পাশে দাঁড়িয়ে ছিলাম,
আশা রাখি ভবিষ্যতেও আমি এবং আমার প্রতিষ্ঠান দেশের যে কোন ক্রান্তি সময়ে অসহায় মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেব।
তিনি করোনায় আক্রান্ত রোগীদের দ্রæত সুস্থতা কামনা এবং এই রোগে আক্রান্ত হয়ে যারা মৃত্যু বরণ করেছেন,
আল্লাহপাকের কাছে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।


Pingback: সরকারের টাকা যেন অপচয় না হয় সজাগ থাকতে হবে - দ্যা বাংলা ওয়াল