দেশব্যাপীআইন- আদালতপরিবেশ ও সমাজশিরোনামসর্বশেষসব খবর

নওগাঁর পোরশায় নেশাজাতীয় টাপেন্টাসহ যুবক আটক

পোরশা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর পোরশায় নেশাজাতীয় ট্যাবলেট টাপেন্টাসহ যুবক আটক।

নওগাঁর পোরশায় নেশাজাতীয় ট্যাবলেট টাপেন্টাসহ মোরসালিন(৩০) নামের এক মাদক ব্যাসায়ীকে আটক করেছে পোরশা থানা পুলিশ।

আটক মোরসালিন উপজেলার কড়িদহ চৌতারা পাড়া গ্রামের কফিল উদ্দিনের ছেলে।

জানা গেছে, গত বুধবার সন্ধায় পোরশা উপজেলার দেউলিয়া গ্রামে নেশা জাতীয় ট্যাবলেট টাপেন্টা কেনা বেচা চলছে

এমন গোপন সংবাদের ভিত্তিতে পোরশা থানা পুলিশ অভিযান চালায়।

নোয়াখালীতে মাদক নিতে বাধা দেয়ায় যুবককে ছুরিকাঘাত

তোমরা কি জানো মানুষ মারা যাওয়ার পর, তাঁর আত্মার কি হয়?

এসময় টাপেন্টা ট্যাবলেটসহ মোরসালিনকে হাতেনাতে আটক করা হয়।

পোরশা থানার অফিসার ইনচার্জ শফিউল আজম খান জানান, পার্শবর্তী উপজেলা সাপাহারের তিলনা এলাকা থেকে

পোরশায় নেশাজাতীয় ট্যাবলেটগুলো নিয়ে এসে পোরশার বিভিন্ন এলাকায় মোরসালিন বিক্রি করতো।

এ ব্যাপারে থানায় একটি মামলা হলে তাকে বৃহস্পতিবার জেল হাজতে প্রেরন করা হয়েছে বলে তিনি জানান।

/ হোসেন (বাবু)

https://shopnotelevision.wixsite.com/reporters
http://shopno-tv.com/
The Bangla Wall
http://shopno-tv.com/
https://shopnotelevision.wixsite.com/reporters
http://shopno-tv.com/

One thought on “নওগাঁর পোরশায় নেশাজাতীয় টাপেন্টাসহ যুবক আটক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *