সাতক্ষীরায় ইঞ্জিনভ্যানের ধাক্কায় গৃহবধূ নিহত
সাতক্ষীরায় ইঞ্জিনভ্যানের ধাক্কায় গৃহবধূ নিহত।
সাতক্ষীরার শ্যামনগরে ইঞ্জিনভ্যানের ধাক্কায় সুফিয়া খাতুন(৩৫) নামের এক গৃহবধু নিহত হয়েছে। সে উপজেলার মুন্সিগঞ্জ গ্রামের ওয়াজেদ আলীর স্ত্রী।
শুক্রবার (৭ মে) সকালে উপজেলার মুন্সিগঞ্জ সরদার গ্যারেজ এলাকার সড়কে দুর্ঘটনার শিকার হন তিনি।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর বেলা আড়াইটার দিকে তিনি মারা যান।
নিহতের স্বামী জানান, সকালে গোমানতলী গ্রামের বাবার বাড়ি থেকে মুন্সিগঞ্জের নিজ বাড়িতে ফিরছিলেন সুফিয়া।
সকাল সাড়ে সাতটার দিকে সরদার গ্যারেজ এলাকায় পৌছালে রাস্তা অতিক্রমের সময় আবাদচন্ডিপুর এলাকা থেকে
আসা মোটরভ্যানের ধাক্কায় তিনি রাস্তায় ছিটকে পড়েন।
ভারতের ভেরিয়েন্ট ঝুঁকিতে বেনাপোলে ২০ হাজার মানুষ
এসময় মাথার পিছনের অংশে ফেটে যাওয়ায় স্থানীয় পল্লী চিকিৎসক রফিকুল ইসলাম তার চিকিৎসা দেন।
এক পর্যায়ে অবস্থার অবনতি হলে বেলা ১১ টার দিকে তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
নিহতের বোন আসিয়া খাতুন অভিযোগ করে বলেন, দুর্ঘটনার পর স্থানীয় পল্লী চিকিৎসক সফিকুল ইসলামের ক্লিনিকে নিয়ে
রফিকুল ইসলাম নামের এক ডাক্তার সুফিয়ার মাথায় সেলাই করে।
সাতক্ষীরায় ইঞ্জিনভ্যানের ধাক্কায় এসময় যাবতীয় চিকিৎসা পত্র দেয়া হয়েছে জানিয়ে তিনি আহত সুফিয়াকে বাড়িতে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়।
অবস্থার অবনতি হলে বেলা ১১ টার দিকে তাকে হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শার্শায় লাইভে এসে প্রবাসীর আত্মহত্যা : চার্জশীট দাখিল
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ পলাশ জানান,
দুর্ঘটনার পর প্রায় চার ঘন্টা স্থানীয় পল্লী চিকিৎসক দিয়ে তাকে চিকিৎসা করানো হয়।
তার মাথার ভিতরে অধিক রক্তক্ষরনে সুফিয়ার অবস্থা সংকটাপন্ন পর্যায়ে পৌছে যায়।
চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করার পরও বেলা আড়াইটার দিকে তিনি মারা যান।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হুদা জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।
নিহত নারীর পরিবারের সাথে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।


Pingback: চান্দুটিয়ায় আত্মহত্যায় প্ররোচনাকারী রকি আটক হয়নি - দ্যা বাংলা ওয়াল
Pingback: নবীগঞ্জে দিলু তালুকদারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল - দ্যা বাংলা ওয়াল