নড়াইলে ঈদ ভ্রমণে গিয়ে কিশোর নিহত, আহত ৩
নড়াইলে ঈদ ভ্রমণে গিয়ে ১ কিশোর নিহত, আহত ৩।
ঈদ আনন্দ ভ্রমণে গিয়ে নড়াইল-কালিয়া সড়কের ফুলদাহ এলাকায় নসিমন দুর্ঘটনায় ওবায়দুল ভূঁইয়া (১৫) নামে একজন নিহত হয়েছে।
এ দুর্ঘটনায় অপর তিন বন্ধু আহত হয়েছে। শুক্রবার (১৪ মে) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওয়াবদুর কালিয়া উপজেলার জামরিলডাঙ্গা এলাকার আলমগীর ভূঁইয়ার ছেলে।
রংপুর বিভাগে প্রধান জামাত রংপুর কোর্ট জামে মসজিদে
প্রত্যক্ষদর্শীরা জানান, সমবয়সী কয়েকজন কিশোর ঈদের নামাজ শেষে আনন্দ উপভোগ করতে নসিমনযোগে জামরিলডাঙ্গা এলাকা থেকে ঘুরতে বের হয়।
নড়াইলে ঈদ ভ্রমণে গিয়ে এ সময় নসিমনে উচ্চশব্দে সাউন্ডবক্স বাজছিল।
হঠাৎ করে নড়াইল-কালিয়া সড়কের ফুলদাহ এলাকায় নসিমন উল্টে যায়।
নাগরপুর দেলদুয়ারের সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা
আহত রামিম, নয়ন ও মাইম শেখকে নড়াইল ও খুলনায় ভর্তি করা হয়েছে।
কালিয়া থানার ওসি সেখ কনি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রতিনিধির তালিকা দেখতে ভিজিট করুন shopnotelevision.wix.com/reporters সাইটে।



