দেশব্যাপীপরিবেশ ও সমাজজীবনশৈলীশিরোনামসর্বশেষসব খবর

ওপারে লকডাউন বেনাপোল চেকপোস্ট দিয়ে যাত্রী চলাচল কম

ওপারে লকডাউন বেনাপোল চেকপোস্ট দিয়ে যাত্রী চলাচল কম।

ভারতের পশ্চিমবঙ্গ সরকারের টানা ১৫ দিনের লকডাউন আজ রোববার সকাল থেকে শুরু হয়েছে।

এ লকডাউন থাকবে আগামী ৩০ মে পর্যন্ত। স্বাভাবিক রয়েছে হাইকমিশনের অনুমতি সাপেক্ষে যাত্রী চলাচল।

তবে দু’দেশে লকডাউন থাকার কারনে যাত্রী চলাচল কম। ভারতে লকডাউনে স্কুল কলেজ, ব্যবসা প্রতিষ্ঠান, দোকান পাট,

সরকারী বেসরকারী অফিস বন্ধ থাকলেও দু‘দেশের বাণিজ্যের স্বার্থে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য সচল রয়েছে।

বেনাপোল চেকপোষ্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব জানান, বেনাপোল সীমান্ত আগে থেকেই লকডাউন রয়েছে।

তারপরও হাইকমিশনের অনুমতি সাপেক্ষে দু’দেশে আটকে পড়া যাত্রীরা নিজ নিজ দেশে ফিরছিলেন।

শ্যামনগরে পানিতে ভাসছিল নারীর মরদেহ

তবে পশ্চিমবঙ্গ সরকারের আজ থেকে লকডাউনের কারনে যাত্রী চলাচল অনেক কম।

সকাল থেকে দুপুর ১২ পর্যন্ত কলকাতাস্থ বাংলাদেশ উপ হাইকমিশনের এনওসি নিয়ে ৫ জন যাত্রী ভারত থেকে দেশে ফিরেছেন।

সংশ্লিস্ট সূত্রে জানা গেছে, যশোর জেলা প্রশাসনের তত্ত¡াবধানে ভারতফেরত বাংলাদেশিদের কোয়ারেন্টিনে রাখার ব্যবস্থা আর না থাকায়

বেনাপোল দিয়ে দেশে ফেরার দূতাবাসের ছাড়পত্র সাময়িক ভাবে কমিয়ে দেওয়ায় জরুরী রোগী ছাড়া কাউকে অনুমতি দিচ্ছে না।

এতদিন বেনাপোল ছাড়াও বুড়িমারী ও আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে আটকে পড়া বাংলাদেশিরা ফিরতে পারতেন।

ভারতে আটকে পড়া বাংলাদেশিদের অবস্থা বিবেচনা করে আরো তিনটি স্থলবন্দর দিয়ে তাদের দেশে ফেরার অনুমতি দেওয়া হয়েছে।

স্থলবন্দর তিনটি হচ্ছে, দর্শনা, হিলি ও সোনামসজিদ। আজ রোববার (১৬ মে) থেকে এই তিনটি বন্দর দিয়ে ভারত থেকে দেশে ফিরতে পারবেন বাংলাদেশিরা।

ওপারে লকডাউন বেনাপোল চেকপোস্ট বুধবার (১২ মে) এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে ঈদের ছুটির পর দূতাবাসের ছাড়পত্র না পাওয়ায় ভারতে আটকেপড়া বাংলাদেশিরা এসব চেকপোস্ট দিয়ে দেশে ফিরতে পারছেন না।

ভারতের পেট্রাপোল সিএন্ডএফ স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী জানান,

ভারতে করোনা ভাইরাসের প্রকোপ ব্যাপক আকার ধারন করায় পশ্চিমবঙ্গ সরকার ১৬মে থেকে ৩০ মে পর্যন্ত লকডাউন দিয়েছেন।

সাতক্ষীরার কালিগঞ্জে গলায় ফাঁস লাগিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

টানা এ লকডাউনে সাধারন মানুষের চলাচল বন্ধসহ স্কুল কলেজ, ব্যবসা প্রতিষ্ঠান, দোকান পাট, সরকারী বেসরকারী অফিস বন্ধ থাকলেও

বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য সচল রাখার নির্দেশনা দিয়েছেন। স্বাস্থ্যবিধি মেনেই দু’দেশের বাণিজ্য সচল রাখা হয়েছে।

বেনাপোল স্থল বন্দরের উপ-পরিচালক মামুন কবীর তরফদার জানান, সরকার দ্বিতীয় দফা সীমান্তে লকডাউন দেয়ার সময় বলেছিলেন

সীমান্তে লকডাউন থাকলেও দু’দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য স্বাভাবিক থাকবে।

আজ ১৬ মে থেকে ৩০মে পর্যন্ত ভারতের পশ্চিমবঙ্গ সরকার টানা ১৫ দিনের লকডাউন দিলেও বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে

আমদানি রফতানি বাণিজ্যসহ বন্দর ও কাস্টমস হাউজ স্বাভাবিক থাকবে বলে নির্দেশনা দিয়েছেন।

পশ্চিমবঙ্গ সরকার ও বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুযায়ী স্বাস্থবিধি মেনে বাণিজ্য স্বাভাবিক রাখা হয়েছে।

বেনাপোল বন্দর থেকে পণ্য লোড-আনলোডসহ সকল কার্যক্রম স্বাভাবিক গতিতে চলছে।

/ মোঃ জামাল হোসেন

http://shopno-tv.com, http://thebanglawall.com
প্রতিনিধির তালিকা দেখতে ভিজিট করুন shopnotelevision.wix.com/reporters সাইটে।
www.thebanglawall.com
দ্যা বাংলা ওয়াল, The Bangla Wall, www.thebanglawall.com
দ্যা বাংলা ওয়াল, The Bangla Wall, www.thebanglawall.com
www.thebanglawall.com
www.thebanglawall.com

বেনাপোল (যশোর) করেসপনডেন্ট

Md. Jamal Hossain Mobile: 01713-025356 Email: jamalbpl@gmail.com Blood Group: Alternative Mobile No: Benapole ETV Correspondent

One thought on “ওপারে লকডাউন বেনাপোল চেকপোস্ট দিয়ে যাত্রী চলাচল কম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *