শ্যামনগরে স্বামীর উপর অভিমান করে গৃহবধূর আত্মহত্যা
সাতক্ষীরার শ্যামনগরে স্বামীর উপর অভিমান করে সাদিয়া সুলতানা (১৯) নামে এক গৃহবধূ আত্নহত্যা করেছে।
সে উপজেলার পশ্চিম পাতাখালি গ্রামের জি এম মোস্তফা হোসেনের স্ত্রী। ঘটনাটি ঘটেছে রবিবার (১৬ মে) সকাল সাড়ে সাতটার দিকে।
স্থানীয়রা জানায়, ঈদের পরের দিন শনিবার বাবার বাড়ি যাওয়ার বিষয় নিয়ে ওই গৃহবধূর স্বামীর সাথে মনোমালিন্য সৃষ্টি হয়।
নড়াইলে জেলা পুলিশের সাথে গনমাধ্যম কর্মিদের ভলিবল
রবিবার সকালে বাড়িতে কেউ না থাকার সুযোগে ঘরের আড়ার সাথে রশির সাহায্যে ঝুলে আত্মহত্যা করে।
পরবর্তীতে শ্বশুর বাড়ির লোকজন সাদিয়ার ঝুলন্ত মরদেহ মাটিতে নামায়।
স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ যেয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে।
নড়াইলে জেলা পুলিশের সাথে গনমাধ্যম কর্মিদের ভলিবল
শ্যামনগর থানার উপপরিদর্শক খবির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলে,
শ্যামনগরে স্বামীর উপর অভিমান করে নিহত গৃহবধূর পরিবারের কারো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
এছাড়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

প্রতিনিধির তালিকা দেখতে ভিজিট করুন shopnotelevision.wix.com/reporters সাইটে।




Pingback: করোনা ঝুঁকির মধ্যেই কাজ করে যাচ্ছে অকুতোভয় মিথি - দ্যা বাংলা ওয়াল