কালিগঞ্জে ভারতীয় গলদার রেনুসহ আটক-৩
কালিগঞ্জে ভারতীয় গলদার রেনুসহ আটক-৩।
ভারত থেকে কালিন্দী নদী পেরিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পরপরই সাতক্ষীরার কালিগঞ্জের সীমান্ত এলাকা থেকে
৫২ পলি ভারতীয় গলদার রেনু আটক করেছে পুলিশ।
এসময় চোরাচালানের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ আটক করা হয়েছে ৩ চোরাকারবারিকে।
তারা হলেন, দেবহাটা উপজেলার দক্ষিণ পারুলিয়া গ্রামের জামাল মোড়লের ছেলে গাড়ি চালক মিল্টন মোড়ল (২৮),
নাংলা গ্রামের জামান উদ্দীন তরফদারের ছেলে রবিউল আওয়াল (৩৫) ও মৃত জিয়াদ আলী মিস্ত্রীর ছেলে আদর আলী (৪৭)।
নড়াইলে জেলা পুলিশের সাথে গনমাধ্যম কর্মিদের ভলিবল
থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে
পুলিশ রবিবার ভোর সাড়ে ৪ টার দিকে উপজেলার রতনপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে
একটি প্রাইভেট কার (ঢাকা-মেট্রো-গ-১১-৩৫৬৩)) আটক করেন।
শ্যামনগরে স্বামীর উপর অভিমান করে গৃহবধূর আত্মহত্যা
এসময় ওই গাড়ির ভিতর থেকে ভারতীয় ৫২ পলি গলদার রেনু, জড়িত ৩ চোরাকারবারিসহ গাড়িটি জব্দ করে থানায় আনা হয়।
আজ বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক তিন ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে ১ মাসের সাজা প্রদান এবং প্রাইভেট কারটি বাজেয়াপ্ত করেন।
কালিগঞ্জে ভারতীয় গলদার রেনুসহ আটক ৫২ পলি রেনু কাঁকশিয়ালী নদীতে অবমুক্ত করা হয়েছে।
আটককৃত রেনুর বাজারমূল্য প্রায় ১০ লক্ষ টাকা বলে জানান ওসি গোলাম মোস্তফা।

প্রতিনিধির তালিকা দেখতে ভিজিট করুন shopnotelevision.wix.com/reporters সাইটে।




Pingback: বেনাপোলে অন্তঃসত্বা স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা - দ্যা বাংলা ওয়াল