চারঘাটে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও রাস্তা অবরোধ
চারঘাটে কলেজ ছাত্র হত্যা চেষ্টার মামলার আসামীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও রাস্তা অবরোধ।
রাজশাহীর চারঘাটে কলেজ ছাত্রকে হত্যার চেষ্ঠার মামলার আসামীকে গ্রেফতার ও ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন ও রাস্তা অবরোধ করেছে এলাকাবাসী।
মামলাটি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ও আসামীদের গ্রেফতার করে ন্যায় বিচারের দাবিতে বুধবার সকালে স্থানীয় এলাকার নারী-পুরুষসহ

সর্বস্তরের জনগন চারঘাট-বাঘা সড়কে খুদির বটতলা এক ঘন্টা রাস্তা অবরোধ ও মানববন্ধন করে।
এসময় রাস্তার দুইদিকে যানবাহন চলাচল বন্ধ থাকে, ফলে পথচারীরা চরম ভোগান্তি পড়েন।
নওগাঁ জেলায় একদিনে আক্রান্ত ও মৃত্যুর নতুন রেকর্ড
পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে চারঘাট সার্কেল এর এএসপি নুরে আলমের নেতৃত্বে একটি বিশেষ পুলিশ টিম ও
উপজেলা সহকারী কমিশনার ভুমি নিয়তি রানী কৈরী ও উপজেলা ছাত্রলীগ সভাপতি আল মামুন তুষারের সহযোগীতায়
দ্রæত ঘটনাস্থলে পৌছে অবিলম্বে আসামীদের গ্রেফতার করার আশ্বাস দিলে তাদের কর্মসূচী প্রত্যাহার করে নেয়।
উল্লেখ্য যে, গত ২৫শে মে মঙ্গলবার সকালে জমিজমা সংক্রান্ত জের ধরে খুদির বটতলা গ্রামের জালাল উদ্দীনের এর ছেলে
সরদহ সরকারী মহাবিদ্যালয়ের মেধাবী ছাত্র শাহীন আলী ও তার মাকে একই এলাকার মাজদার ও তার ছেলে ইমন এবং
জার্মানের ছেলে সাদেক ২৫ মে সকালে হাসুয়া দিয়ে কুপিয়ে আহত করে।
এদিকে শাহীনের মা মালেকা বেগম এর অবস্থা কিছুটা উন্নত হলেও শাহীনের শারিরিক অবস্থা খারাপ হলে
উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পুঙ্গ হাসপাতালে প্রেরন করেন।
রমনায় মাদকসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার র্যাব-১২
ঘটনার দিন আহত শাহীনের পিতা জালাল চারঘাট মডেল থানায় সাদেক আলীসহ কয়েকজনকে আসামী করে
একটি অভিযোগ করলে মডেল থানা পুলিশ অভিযোগটি রুজু না করায় ২৮ মে রাজশাহী বিঞ্জ আদালতে
চারঘাটে গ্রেফতারের দাবিতে একটি মামলা দায়ের করেন বলে আহত শাহীনের পিতা জালাল জানান।
এব্যাপারে চারঘাট মডেল থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, অভিযোগের ভিত্তিতে এ বিষয়ে থানায়
পরে একটি মামলা রুজু হয়েছে এবং আসামীদের গ্রেফতার এর জন্য অভিযান অব্যাহত রয়েছে।

প্রতিনিধির তালিকা দেখতে ভিজিট করুন shopnotelevision.wix.com/reporters সাইটে।




Pingback: নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুরে এক সপ্তাহের বিশেষ লকডাউন - দ্যা বাংলা ওয়াল