কালিগঞ্জে মদের কারখানা থেকে ৫০ লিটার মদসহ আটক ১
কালিগঞ্জে মদের কারখানা থেকে ৫০ লিটার মদসহ আটক ১।
সাতক্ষীরার কালিগঞ্জে ৫০ লিটার দেশীয় মদসহ ডিভ্যাল সরকার (৩৭) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
সে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের গোবিন্দকাটী গ্রামের শ্যামাপদ সরকারের ছেলে।
থানার উপ- পরিদর্শক তরিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২ জুন) রাতে থানার উপ পরিদর্শক হাসানুর রহমান ও
সহকারী উপ পরিদর্শক জিল্লুর রহমানের নেতৃত্বে পুলিশ ডিভ্যালের বাড়িতে অভিযান চালায়।
নোয়াগাঁও গ্রামে লুটপাটের মামলায় মুকুল গ্রেফতার
এসময় বাড়ির ভিতরে তল্লাশি চালিয়ে দুটি ড্রামে রাখা ৫০লিটার দেশীয় চোলাই মদ উদ্ধারসহ তাকে আটক করে।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,
কালিগঞ্জে মদের কারখানা থেকে ডিভ্যাল ইউটিউব দেখে বাড়িতে বাংলা চোলাই মদের কারখানায় বানিয়েছিল।
বেনাপোল কাস্টম ১১ মাসে ৩৭৫৬ কোটি টাকা রাজস্ব আদায়
সেখানে বিষাক্ত দেশীয় মদ তৈরি করে বিক্রি করতো।
এঘটনায় কালিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে।
এছাড়া আটক ডিভ্যালকে বুধবার (২ জুন) বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

প্রতিনিধির তালিকা দেখতে ভিজিট করুন shopnotelevision.wix.com/reporters সাইটে।




Pingback: ভারতীয় ভেরিয়েন্ট ছড়িয়ে পড়ার আশংকা - দ্যা বাংলা ওয়াল