নওগাঁয় বিদ্যুতের তারে জড়িয়ে প্রাণ গেল ইউপি সদস্যের
নওগাঁয় বিদ্যুতের তারে জড়িয়ে প্রাণ গেল ইউপি সদস্যের।
নওগাঁর মান্দা উপজেলায় গাছ থেকে আম নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল লতিফ মৃধা (৫০) নামে এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে।
নিহত লতিফ সদর উপজেলার নলঘৈর গ্রামের আবদুল গফুর মৃধার ছেলে ও মান্দা সদর ইউনিয়নের নির্বাচিত ওয়ার্ড সদস্য। শনিবার ১২ জুন বিকেলে এ ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে নিজ বাড়ির উঠানের একটি গাছে পাকা আম নামাতে গাছে উঠেন লতিফ।
সোনাইমুড়ীতে গলায় ফাঁস দিয়ে যুবলীগ নেতার আত্মহত্যা
আম নামানোর জন্য একটি কাঁচা বাশের টোকাই সাথে নেন তিনি।
এসময় হাতে থাকা কাঁচা বাঁশের টোকাইটি অসাবধানবশত আম গাছের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের মেইন তারে আটকে যায়।
শার্শায় চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে পিটিয়ে জখম
নওগাঁয় বিদ্যুতের তারে জড়িয়ে এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
মান্দা সদর ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক।
তার অকাল মৃত্যুতে আমরা শোকাহত।
এ ব্যাপারে মান্দা থানার ওসি শাহিনুর রহমান জানান, কাঁচা বাঁশ দিয়ে আমি পাড়ার সময় বিদ্যুতায়িত হয়ে মারা যান তিনি ।

প্রতিনিধির তালিকা দেখতে ভিজিট করুন shopnotelevision.wix.com/reporters সাইটে।




Pingback: কোম্পানীগঞ্জে উপজেলা আ.লীগের ৪৮ ঘন্টার হরতাল ঘোষণা - দ্যা বাংলা ওয়াল