যশোরে করোনা রোগীর সেবায় সাজেদা ফাউন্ডেশন কার্যক্রম
যশোরে করোনা রোগীর সেবায় সাজেদা ফাউন্ডেশন কার্যক্রম শুরু।
যশোরের করোনা পরিস্থিতি ভয়াবহ অবস্থা। তাদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেবে ঢাকার সাজেদা ফাউন্ডেশন।
বৃহস্পতিবার থেকে ৪৮ জনের মেডিকেল টিম নিয়ে হাসপাতালের স্টাফদের পাশাপাশি কাজ শুরু করেছে প্রতিষ্ঠানটি।
দুই মাসের চুক্তিতে সাজেদা ফাউন্ডেশনকে হাসপাতালে কাজ করা অনুমতি প্রদান করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
এদিকে ফাউন্ডেশনের চিকিৎসকসহ স্টাফদের থাকার জন্য সদরের রামনগর আরআরএফ ফাউন্ডেশনের আবাসিক টার্ককে নির্ধারণ করেছে কর্তৃপক্ষ।
বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা. আখতারুজ্জামান বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকেরও এ বিষয়ে অনুমতি নেওয়া হয়েছে।
হাসপাতাল সূত্র মতে, যশোরে করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় হাসপাতালে রোগীর চাপ বেড়েছে।
স্বল্পসংখ্যক জনবল দিয়ে কোভিড-১৯ রোগীদের সেবা দিতে গিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ হিমসিম খাচ্ছিলেন।
বিষয়টি ঢাকার গুলশান এলাকার বেসরকারি প্রতিষ্ঠান সাজেদা ফাউন্ডেশন কর্তৃপক্ষ জানতে পারলে তারা হাসপাতালে চিকিৎসার জন্য আগ্রহ প্রদান করেন।
যশোর হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা. আখতারুজ্জামান জানান, গত আট জুন ঢাকা সাজেদা ফাউন্ডেশনে প্রধান নির্বাহী কর্মকর্তা
জাহেদ ফিজ্জা কবির যশোর জেনারেল হাসপাতালের কোভিড-১৯ রোগীদের চিকিৎসা সহযোগিতার জন্য আবেদন করেন।
সেই আবেদন পেয়ে যশোরের জেলা প্রশাসক ও করোনা প্রতিরোধ কমিটির সাথে আলোচনা করা হয়।
করোনা প্রতিরোধ কমিটি সাজেদা ফাউন্ডেশনকে সাধুবাদ জানায়। এক পর্যায়ে হাসপাতাল ও সাজেদা ফাউন্ডেশনের মধ্যে চুক্তি সম্পন্ন হয়।
একই সময়ে জেনারেল হাসপাতাল থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনুমতির জন্য চিঠি দেয়া হয়।
যশোরে করোনা রোগীর সেবায় ১৫ জুন স্বাস্থ্য অধিদপ্তরের সম্মতির চিঠি যশোরে আসে।
এজন্য তাদের সংগঠনের পক্ষ থেকে ১০ জন মেডিকেল অফিসার, ১২ জন সেবিকা, প্যারামেডিকেল নার্স ৮ জন, ওয়ার্ড বয় ও আয়া ১২ জন,
এডমিন স্টাফ ৪ জন, এক্সেরে ও অন্যান্য টেকনিশিয়ান দুইজনের একটি টিম হাসপাতালের স্টাফদের পাশাপাশি করোনা ওয়ার্ডে ও আইসিইউতে কাজ করবেন।
এছাড়া তারা হাসপাতালের মেশিনারিজের পাশাপাশি আটটি কার্ডিয়াক মনিটর, ছয়টি এইচএফএনসি মেডিসিন,
দুইটি ল্যারিঙ্গোকোপি, তিনটি বিআই পোপ, সি-পোপ, ২০টি বড় অক্সিজেন সিলিন্ডার, ২০টি ছোট অক্সিজেন সিলিন্ডার,
৮টি পাল্স ওক্সিমিটার ও মনিটার, পোর্টেবল এক্সেরে, ইসিজি মেশিনসহ ২৭ প্রকার মেশিনারিজ সরবরাহ করবে।

প্রতিনিধির তালিকা দেখতে ভিজিট করুন shopnotelevision.wix.com/reporters সাইটে।




Pingback: ইবিতে লেখাপড়া বন্ধ: খুলছে নতুন বিভাগ, বাণিজ্যের অভিযোগ - দ্যা বাংলা ওয়াল
Pingback: ভালুকার মাধ্যমিক শিক্ষকদের ৫দিন ব্যাপী কর্মশালা - দ্যা বাংলা ওয়াল