রোটারি ক্লাব অফ সিলেট ইম্পেরিয়াল ক্লাব এসেম্বলি অনুষ্ঠিত
রোটারি ক্লাব অফ সিলেট ইম্পেরিয়াল এর ক্লাব এসেম্বলি অনুষ্ঠিত।
রোটারি ক্লাব অফ সিলেট ইম্পেরিয়াল এর নিয়মিত সাপ্তাহিক মিটিং এবং নতুন কমিটির (২০২১-২২) ক্লাব এসেম্বলি সম্পন্ন হয়েছে।
রোটারিয়ান হাসান কবীর চৌধুরীর বাসায় ক্লাব মিটিং এবং নতুন কমিটির ক্লাব এসেম্বলিতে সকল সদস্য উপস্থিত ছিলেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইপিডিজি লেঃ কঃ এম আতাউর রহমান পীর এবং উনার সহধর্মিণী মিসেস ফিরোজা রহমান।
রংপুর জেলায় দ্বিতীয় ধাপে ৭১৫ পরিবার পাচ্ছে পাকা ঘর
২০২০-২১ এর প্রেসিডেন্ট রোটারিয়ান ফয়সল আহমদ আলীর সভাপতিত্বে সাপ্তাহিক সভার কার্যক্রম শুরু হয় এবং
এরপরে ক্লাব এসেম্বলিতে লেঃকঃ এম আতাউর রহমান পীর উনার বক্তব্যে নতুন সদস্যদের প্রতি দিক নির্দেশনা মুলক এবং
ক্লাবের পরিচালনার নিয়মাবলী সংক্রান্ত আলোচনা করেন।
রংপুরে চীন থেকে আসা সিনোফার্মের করোনা টিকা দেয়া শুরু
অনুষ্টানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরন করে নেন রোটারিয়ান তাহমিনা হাসান চৌধুরী এবং রোটারিয়ান জাকিয়া তাহমিনা রিপা।
রোটারি ক্লাব অফ সিলেট সভা শেষে ২০২১-২২ প্রেসিডেন্ট রোটারিয়ান হাসান কবীর চৌধুরীর সৌজন্যে ডিনার পার্টির আয়োজন করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন রোটারিয়ান জিননুন আহমদ চৌধুরী, সাদিকুর রহমান, সুমন হোসেন, তোফায়েল আহমদ,
আহমদ রুখসান, শাহ মুর্শেদ, মনসুর আহমদ, সৈয়দ রাখিব হায়দার, সালেহ আহমদ, রাহিয়ান জানান তামিম প্রমুখ।

প্রতিনিধির তালিকা দেখতে ভিজিট করুন shopnotelevision.wix.com/reporters সাইটে।




Pingback: নড়াইলের লোহাগড়ায় করোনায় এক নারীর মৃত্যু - দ্যা বাংলা ওয়াল