দেশব্যাপীপরিবেশ ও সমাজজীবনশৈলীশিরোনামসর্বশেষসব খবর

পাবনায় পুলিশের ‘মাস্কআপ পাবনা’ নামে প্রচার অভিযান শুরু

পাবনায় করোনাভাইরাসের সংক্রমণের হার উর্ধমুখী হওয়া জনসচেতনা বৃদ্ধির লক্ষে জেলা পুলিশের ‘মাস্কআপ পাবনা’ নামে প্রচার অভিযান কর্মসূচি শুরু করেছে।

বৃহস্পতিবার দুপুরে পাবনা প্রেসক্লাবের সামনে জেলা পুলিশের উদ্যোগে জনসচতেনা সৃষ্টির লক্ষে মানববন্ধন ও বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।

এ সময় পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান, পাবনা প্রেসক্লাব সভাপতি এবএিম ফজলুর রহমান, সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ,

অতিরিক্ত পুলিশ সুপার মো. স্নিগ্ধ আখতার, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতিন খান,

পাবনা রিপোর্টার্স ইউনিটির সভাপতি হাবিবুর রহমান স্বপন, সাধারণ সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা,

প্রেসক্লাবের সাবেক সম্পাদক আখিনূর ইসলাম রেমন, সদর থানার ওসি আমিনুল ইসলামসহ বিভিন্ন সামাজিক,

রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিল বাংলাদেশ ইয়াং স্টার সোাশল অরগানাইজেশন, পাবনা স্টুডেন্টস এসোসিয়েশন,

শেখ রাসেল ব্লাড ডোনারস ক্লাব, স্বপ্নের বাকস ফাউন্ডেশন এর সদস্যরা।

মানববন্ধনচলাকালে পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বলেন,

করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য বিভাগের দেয়া নির্দেশনা মেনে মাক্স ব্যবহার করতে হবে।

তিনি আরো বলেন, সম্প্রতি পাবনা জেলাতে গত এক সপ্তাহে করোনা ভাইরাসের সংক্রমনের হার ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে।

মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে যুবলীগের বৃক্ষরোপন কর্মসূচী

পাশবর্তী নাটোর ও কুষ্ঠিয়া জেলাতে করোনা ভাইরাস সংক্রমণের হার বৃদ্ধির কারণে সেখানে লকডাউন দেয়া হয়েছে।

পাবনায় পুলিশের ‘মাস্কআপ পাবনা’ প্রতিদিন ভাইরাসে আক্রান্ত হয়ে সারা দেশের হাসপাতালগুলোতে মানুষ মৃত্যুবরণ করছে।

পাবনার জেলার বসবাসকৃত মানুষদের করোনা সংক্রমণের হাত থেকে রক্ষার জন্য প্রত্যেককে সামাজিক দূরত্বসহ স্বাস্থ্যবিধি অনুসরণ ও

মাক্স ব্যবহারের জন্য এই কর্মসূচি পালন করা হয়।

এ সময় শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মাক্স ছাড়া বাহিরে আসা পথচারীদের মধ্যে বিনামূল্যে মাক্স বিতরণসহ তাদেরকে মাক্স পরিয়ে দেয়া হয়।

একইসঙ্গে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য বিভাগের দেয়া সকল নির্দেশনা মেনে চলার জন্য সকলের প্রতি আহবান করেন পুলিশ সুপার।

চারঘাটে জেলেদের মাঝে ভ্যান ও সেলাই মেশিন বিতরণ

পাবনা জেলা প্রতিটি হাট বাজার শপিংমলসহ ব্যবসায়িক প্রতিষ্ঠানে মাক্স পরা বাধ্যতামূলক বাস্তবায়নের জন্য জেলা প্রশাসন ও

পুলিশ প্রশাসন যৌথভাবে অভিযান পরিচালনা করা হবে বলেন জানানো হয়।

পাবনা জেলাকে করোনা সংক্রমণের হার কমিয়ে অনার জন্য সকলের সহযোগিতা প্রত্যাশা করেন প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ।

পাবনায় বর্তমানে করোনা সংক্রমণের হায় ১৩% গত চব্বিশ ঘন্টায় ৬৯৯ জনের নমুনা পরীক্ষায় পজেটিভ হয়েছে ৮৮ জন।

জেলায় মোট পজেটিভ রোগীর সংখ্যা ৩ হাজার ৮৮৬ জন। চলতি মাসের গত এক সপ্তাহের করেনা পজেটেভ হয়েছেন ৪৩৫ জন।

এখন পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করছে ২৩ জন। চলতি মাসে এখন পর্যন্ত করোনা পজেটেভ হয়েছে ৭৫৭ জন।

/ শেখ তারেক রহমান

http://shopno-tv.com, http://thebanglawall.com
প্রতিনিধির তালিকা দেখতে ভিজিট করুন shopnotelevision.wix.com/reporters সাইটে।
www.thebanglawall.com
দ্যা বাংলা ওয়াল, The Bangla Wall, www.thebanglawall.com
দ্যা বাংলা ওয়াল, The Bangla Wall, www.thebanglawall.com
www.thebanglawall.com
www.thebanglawall.com

পাবনা ডিষ্ট্রিক্ট করেসপনডেন্ট

Sheikh Tarek Rahman Father's Name: Late Sheikh Abdur Rouf Mother's Name: Begum Lotifun Nesa Date of Birth: 01 February 1973 Blood Group: B+ (ve) National ID No: 911 661 1212 Contact No. +8801712171823 Alternative Contact No. +8801720804120 E-mail: tareqpabna1973@gmail.com News Editor The Weekly Nonya Andolon, News Editor, Inter News Service the Daily Industry District Correspondent, The Daily Bartoman, Join Secretary Reporter unity, Pabna

2 thoughts on “পাবনায় পুলিশের ‘মাস্কআপ পাবনা’ নামে প্রচার অভিযান শুরু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *