দিনাজপুরের ফুলবাড়ীতে ১০ দিনের কঠোর বিধিনিষেধ আরোপ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে ১০ দিনের কঠোর বিধিনিষেধ আরোপ জারি করেছে উপজেলা করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ কমিটি।
ফুলবাড়ীতে করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কঠোর বিধিনিষেধ জারি করা হয়েছে।
গত বৃহস্পতিবার (২৪ জুন) মধ্যরাত থেকে আগামী ৪ জুলাই পর্যন্ত ১০ দিনের জন্য এই বিধিনিষেধ কার্যকর হবে।
সভায় উপজেলা করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ কমিটির আহবায়ক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন (ভার্চুয়ালি) বক্তব্য রাখেন দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনের সংসদ সদস্য,
দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে রংপুরে মোবাইল কোর্ট
দিনাজপুরের ফুলবাড়ীতে ১০ দিনের এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন,
উপজেলা করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ কমিটির সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মশিউর রহমানসহ
জনপ্রতিনিধি, ব্যবসায়ী, পরিবহণ মালিক, গণমাধ্যমকর্মীরা বক্তব্য রাখেন।
র্যাব-১২’ অভিযানে সাঁথিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
অপরদিকে কঠোর বিধিনিষেধ জারি করা হলেও তা মানছেন না কেউ-ই। সাইকেল, মোটরসাইকেল, রিকশা-ভ্যানসহ
যাত্রীবাহী যানবাহন চলাচলে বিধিনিষেধ আরোপ করলেও তা মানতে দেখা যায়নি।
নিত্যপ্রয়োজনীয় দোকান-পাট খোলা থাকার কথা থাকলেও সেগুলো ব্যাতিত প্রায় অনেক দোকানপাটই খোলা দেখা গেছে।
এছাড়াও চায়ের টঙগুলোতে ভিড় জমাতে দেখা গেছে।

প্রতিনিধির তালিকা দেখতে ভিজিট করুন shopnotelevision.wix.com/reporters সাইটে।


Pingback: শাহজাদপুরে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত - দ্যা বাংলা ওয়াল
Pingback: লক্ষ্মীপুরে অবৈধভাবে বালু উত্তোলন করায় ড্রেজার জব্দ - দ্যা বাংলা ওয়াল