নড়াইলে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ৫২, লকডাউন
নড়াইলে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ৫২, লকডাউন বাস্তবায়নে মাঠে নেমেছেন পুলিশ সুপার ভ্রাম্যমাণ আদালতের ৩২ হাজার ৬০০ টাকা জরিমানা।
নড়াইলে গত ২৪ ঘন্টায় ১ শত ২০ জনের নমুনা পরীক্ষায় ৫২ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে এরমধ্যে সদর উপজেলায় ১৭ জন,
লোহাগড়া উপজেলায় ১৯ জন এবং কালিয়া উপজেলায় ১৬ জন আক্রান্ত হয়েছে।
এদিকে, করোনা সংক্রমন বৃদ্ধি পাওয়ায় নড়াইলে স্থানীয়ভাবে চলছে ৪র্থ দিনের মত চলছে দ্বিতীয় দফার কঠোর লকডাউন,
চলবে আগামী ২৭ জুন পর্যন্ত। পুলিশ সুপার প্রবীর কুমার রায়ের নেতৃত্বে পুলিশ সদস্যরা বিভিন্ন স্থানে টহল দিচ্ছে।
জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে বেনাপোল বন্দরের শ্রমিকরা
লক ডাউন সফল করতে জেলার বিভিন্ন পয়েন্টে পুলিশি চেকপোষ্ট বসানো হয়েছে।
পুলিশ সুপার প্রবীর কুমার রায় বলেন, লকডাউন বাস্তবায়নের জন্য আমাদের পুলিশ সদস্যরা মাঠে আছে কঠোর ভাবে কাজ করছে।
আইন অমান্য করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। জরুরী প্রয়োজন ছাড়া কাউকে বের হতে দেয়া হচ্ছে না।
শাহজাদপুরের গালা ইউনিয়নের নৌকার মাঝি হতে চান আবুল
প্রতিদিন সকাল ৭টা থেকে বেলা ১২টা পর্যন্ত লকডাউনের নীতিমালা অনুসরণ করে শুধু মাত্র কাঁচাবাজার, মাছ, ফলের দোকান খোলা থাকছে ।
লকডাউন চলাকালে দূরপাল্লার যানবাহনসহ আন্তঃজেলায় চলাচলকারী সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
নড়াইলে গত ২৪ ঘন্টায় তবে জরুরী পরিসেবা এর আওতায়র বাইরে রাখা হয়েছে।
অপরদিকে, স্বাস্থ্য বিধি মেনে না চলা ও মাস্ক পরিধান না করা এবং সরকার ঘোষিত লক ডাউনের আইন অমান্য করার অপরাধে
বুধবার সকাল-থেকে রাত পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৪৫ জনকে মোট ৩২ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়।

প্রতিনিধির তালিকা দেখতে ভিজিট করুন shopnotelevision.wix.com/reporters সাইটে।


Pingback: করোনা ঝুঁকিতেও বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফরা - দ্যা বাংলা ওয়াল