পাবনা পৌরসভার ১৫০ কোটি টাকার বাজেট ঘোষণা
পাবনা পৌরসভার ১৫০ কোটি টাকার বাজেট ঘোষণা। নতুন কোনো করারোপ ছাড়াই পাবনা পৌরসভার ২০২১-২২ অর্থ বৎসরের বাজেট ঘোষণা করেছে।
মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে বাজেট ঘোষণা করেন পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান।
বাজেটে আয়ের খাত ১৫০ কোটি ৭৯ লাখ ৮১ হাজার ৬৩৮ টাকা এবং ব্যয়ের খাত সমপরিমান ধরা হয়েছে।
বাজেটে রাজস্ব খাতে আয় ৩৫ কোটি ৫৪ লক্ষ, উন্নয়ন খাতে আয় ১০৮ কোটি ৯২ লক্ষ,
মুলধন ৩ কোটি ৮৪ লক্ষ, সম্ভাব্য প্রারম্ভিক স্থিতি ২ কোটি ৫০ লক্ষ টাকা ধরা হয়েছে।
ব্যয় ধরা হয়েছে রাজস্ব খাতে ১৩ কোটি ৪০ লক্ষ, উন্নয়ন খাতে ১শ’ কোটি ১১ লক্ষ, মুলধন ব্যয় ৩ কোটি ৫৫ লক্ষ,
সম্ভাব্য সমাপনী স্তিতি ৩৩ কোটি ৭৩ লক্ষ টাকা ধরা হয়েছে।
কালকিনিতে লকডাউন : প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি
বাজেট ঘোষনা অনুষ্টানে পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের সহযোদ্ধা হিসেবে
পাবনা পৌরসভাকে একটি নান্দনিক শহরে পরিণত করতে রাতদিন শ্রম দিচ্ছি।
সকলের সহযোগিতায় পাবনা পৌরবাসীর কষ্ট লাঘব করে একটি উন্নত মডেল শহর গড়ে তুলব।
পৌর মেয়র নয়, পৌরবাসীর সেবক হিসেবে কাজ করছি।
সাতক্ষীরায় ডিগ্রি পাস ছাড়াই বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত
পাবনা পৌরসভার ১৫০ কোটি টাকার বাজেট ঘোষণা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ বাবু, ব্যবসায়ী ইদ্রিস আলী বিশ্বাস,
পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, সংবাদ পত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান,
পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল হক, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট তসলিম হাসান সুমন,
সাধারণ সম্পাদক শাজাহান মামুন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন নাহার রেখা,
পৌরসভার প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা শহীদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রতিনিধির তালিকা দেখতে ভিজিট করুন shopnotelevision.wix.com/reporters সাইটে।


Pingback: সুনামগঞ্জ পৌরসভার বাজেট ঘোষনা করলেন মেয়র নাদের - দ্যা বাংলা ওয়াল
Pingback: কুষ্টিয়া সিভিল সার্জনের নিকট বিএনপির স্মারকলিপি প্রদান - দ্যা বাংলা ওয়াল
Pingback: পাবিপ্রবি প্রধান প্রকৌশলী লাঞ্ছিতর বিচার না পেয়ে পদত্যাগ - দ্যা বাংলা ওয়াল