বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন ৯৮ জন
দু‘দিনে আটকে পড়া ৯৮ জন বাংলাদেশী বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন।
সীমান্ত লকডাউন চলাকালীন সময়ে ভারতে আটকে পড়া বাংলাদেশিদের মধ্যে দু‘দিনে ৯৮ জন বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরে এসেছেন।
স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের বিশেষ অনুমতি ও মেডিকেল ভিসা নিয়ে দু‘দিনে ৭৩ জন বাংলাদেশি নাগরিক চিকিৎসা করতে ভারতে গেছেন এবং
৭৩ জন ভারতীয় নাগরিক ভারতে ফিরে গেছেন।
ভারতে করোনা ভাইরাসের প্রকোপ ব্যাপক আকার ধারন করায় বংলাদেশ সরকার গত ২৬ এপ্রিল সীমান্ত লকডাউন ঘোষনা করেন।
আটকে যায় ভারতে কয়েক হাজার বাংলাদেশি যাত্রী। পরে কলকাতায় নিযুক্ত বাংলাদেশি উপ-হাইকমিশন থেকে অনাপত্তিপত্র (এনওসি) এবং
করোনা পরীক্ষার নেগেটিভ সনদ নিয়ে ভারতে আটকেপড়া যাত্রীরা বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে দেশে ফেরত আসা শুরু করেন।
ঝিকরগাছায় খাটের নিচে মিলল ১০টি বিষধর সাপের বাচ্চা
২৬ এপ্রিল থেকে ১ জুলাই পর্যন্ত ভারতে আটকে পড়া ৫ হাজার ৮শ‘ ৬৪ জন বাংলাদেশি যাত্রী ফেরত এসেছেন।
সর্বশেষ বৃহস্পতিবার দেশে ফিরেছেন ৫৬ জন বাংলাদেশী যাত্রী ও ভারতে ফিরেছেন ২৬ জন ভারতীয় যাত্রী।
এ আগে বুধবার এসেছেন ৪২ জন বাংলাদেশি ও ভারতে ফিরেছেন ৪৭ জন ভারতীয় যাত্রী।
ভারত থেকে ফিরে আসা যাত্রীরদের বেনাপোল, ঝিকরগাছা ও যশোরের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে ১৪ দিন।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, বাংলাদেশ সরকার ভারতের করোনার নতুন ভেরিয়েন্ট সংক্রমণ রোধে
বেনাপোল চেকপোস্ট দিয়ে ২৬ এপ্রিল থেকে ভারত ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেন। এতে করে ভারতে আটকা পড়ে কয়েক হাজার বাংলাদেশি পাসপোর্টযাত্রী।
প্রাইভেট কার মদসহ আটক করার পরও ছেড়ে দিল পুলিশ
সেসব আটকা পড়া পাসপোর্ট যাত্রীদের নিজ দেশে ফিরতে হলে কলকাতায় নিযুক্ত বাংলাদেশি উপ-হাইকমিশন থেকে এনওসি নিয়ে ও
৭২ ঘণ্টার মধ্যে আরটিপিসিআর ল্যাবের করোনা টেস্টের সনদ নিয়ে দেশে ফেরার নির্দেশনা দেন বাংলাদেশ সরকার।
যেসব যাত্রী করোনায় আক্রান্ত বা উপসর্গ নিয়ে দেশে ফিরছেন উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের তত্বাবধানে
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ডেডিকেটেড ইউনিটে পাঠানো হচ্ছে।
তিনি আরও বলেন চিকিৎসা ভিসা নিয়ে যারা ভারতে চিকিৎসা করতে যাবেন তাদেরকে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের অনুমতি আনতে হবে।
অনুমতি থাকলে বাংলাদেশিরা ভারতে চিকিৎসা করাতে যেতে পারবেন।

প্রতিনিধির তালিকা দেখতে ভিজিট করুন shopnotelevision.wix.com/reporters সাইটে।




Pingback: মহামারী করোনা মোকাবেলায় সবাইকে এগিয়ে আসতে হবে - দ্যা বাংলা ওয়াল