দেশব্যাপীপরিবেশ ও সমাজজীবনশৈলীশিরোনামসর্বশেষসব খবর

রাসিকের ১৯নং ওয়ার্ডের মানুষের মাঝে উপহার বিতরণ

রাজশাহী জেলা প্রতিনিধি: রাসিকের ১৯নং ওয়ার্ডের নিম্নআয়ের মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ।

দীর্ঘসময় ধরে বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও করোনার করালগ্রাসে বিপর্যস্ত হয়ে পড়েছে।

সরকার জনগণকে এই করোনা থেকে রক্ষা করতে বেশীরভাগ সময় লকডাউন দিয়ে রাখছেন।

এতে করে খেটে খাওয়া এবং মধ্যবিত্ত পরিবারগুলো কাজ না পাওয়ায় কর্মহীন হয়ে পড়েছে।

ঐ সকল কর্মহীন মানুষের মধ্যে রাসিক ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও দেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে অসহায় দু:স্থ পরিবারের সদস্যদের হাতে ঈদ উপহার তুলে দেন।

আজ সোমবার সকাল ৯টার দিকে নগরী ছোটবনগ্রাম ঈদগাহ মাঠে স্বাস্থ্যবিধি মেনে এক অনুষ্ঠানের মাধ্যমে ৪৫০ জনের মধ্যে

উপহার হিসেবে দশ কেজি চাল ও এক কেজি করে মসুরের ডাল প্রদান করে তিনি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তিনি এই ওয়ার্ডের সকলের সেবক। দলমত নির্বিশেষে তিনি সেবা প্রদান করে যাচ্ছেন।

ইতোমধ্যে ওয়ার্ডের দশ হাজার জনের মধ্যে চাল ও ডালসহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

এছাড়াও দুই হাজার দুইশ জনকে সরকারীভাবে আড়াই হাজার করে টাকার ব্যবস্থা করেছেন। তারা এখন টাকা পাচ্ছেন।

ছয় হাজার জনকে দেড় হাজার করে টাকা প্রদান করা হয়েছে। এছাড়াও রাস্তাঘাট ও ডেনেজ ব্যবস্থার উন্নয়ন করা হচ্ছে।

তিনি আরো বলেন, বর্তমান সিটি মেয়রের বিশেষ সহানুভূতিশীল মনমানষিকতার জন্য তিনি অন্যান্য ওয়ার্ডের চেয়ে বেশী বরাদ্দ ও

সুযোগ সুবিাধা জনগণের জন্য নিয়ে আসতে পারছেন।

দিনাজপুরের ফুলবাড়ী দুস্থের মাঝে ভিজিএফের চাল বিতরণ

রাসিকের ১৯নং ওয়ার্ডের এই ধারা অব্যাহত রাখতে হলে এবং ্এই ওয়ার্ডের সকল কাঁচা রাস্তা পাকা করণ এবং ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করতে

আওয়ামী লীগ সরকারকে এবং রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনকে নির্বাচিত করার অনুরোধ করেন তিনি।

সেইসাথে অত্র ওয়ার্ডের সকল প্রকার উন্নয়নমূলক কাজ সমাপ্ত করার জন্য তাঁর প্রতি বিশেষ নজর রাখার জন্য উপস্থিত ওয়ার্ড বাসীর প্রতি আহবান জানান তিনি।

কাউৃন্সিলর আরো বলেন, করোনা একটি ভয়াবহ ছোঁয়াছে ভাইরাস। এই ভাইরাস দ্রুত মানুষ ও বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়ছে।

বিশ্বে চল্লিশ লক্ষের উপরে লোক মারা গেছে। বাংলাদেশেও প্রায় বিশ হাজার ছুঁই ছুঁই করছে। এই ভাইরাস থেকে বাঁচতে সরকারী বিধিনিষেধ মানতে।

টাঙ্গাইলের মধুপুরে ওষধ আছে চিকিৎসা নেই

সৃষ্টিকর্তার নিকট ক্ষমা চাইতে হবে। সেইসাথে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। বিনা প্রয়োজন বাড়ির বাহির না আসার জন্য অনুরোধ করেন তিনি।

এছাড়াও সবাইকে করোনার টিকা নেয়ার জন্য কাউন্সিলর অফিসে যেয়ে নিবন্ধন করার আহবান জানান কাউন্সিলর সুমন।

বক্তব্য শেষে তিনি উপস্থিত সকলের মধ্যে এই ঈদ উপহার তুলে দেন।

উল্লেখ্য আজ বিকেলে অত্র ওয়ার্ডের গোডাউন মোড়ে আরোর চারশত জনের মধ্যে একই ধরনের উপহার তুলে দেয়া হবে বলে জানান কাউন্সিলর।

বিতরণ অনুষ্ঠানে ১৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের ( উত্তর) সভাপতি হাছেন মন্ডলের সভাপতিত্বে অন্যদের মধ্যে এ সময়ে উপস্থিত ছিলেন

মহানগর আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা সাহাব উদ্দীন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির চন্দ্রিমা থানার সাধারণ সম্পাদক ইমতিয়ার উদ্দীন জাহিদ,

১৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবর আলী, বঙ্গবন্ধু ডিগ্রী কলেজের প্রভাষক শাহাদৎ হোসেন ও

ওয়ার্ড সচিব নুরুল ইসলাম ফয়সালসহ আওয়ামী লীগ, অঙ্গ ও সহেযাগি সংগঠনের অন্যান্য নেত্রবৃন্দ।

/ মো: লিয়াকত হোসেন

http://shopno-tv.com, http://thebanglawall.com
প্রতিনিধির তালিকা দেখতে ভিজিট করুন shopnotelevision.wix.com/reporters সাইটে।
www.thebanglawall.com
দ্যা বাংলা ওয়াল, The Bangla Wall, www.thebanglawall.com
দ্যা বাংলা ওয়াল, The Bangla Wall, www.thebanglawall.com
www.thebanglawall.com
www.thebanglawall.com

One thought on “রাসিকের ১৯নং ওয়ার্ডের মানুষের মাঝে উপহার বিতরণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *