দেশব্যাপীপরিবেশ ও সমাজজীবনশৈলীশিরোনামসর্বশেষসব খবর

শিশু মিষ্টিকে বাচাঁতে বাবা ও মায়ের সাহায্যের আবেদন

শিশু শিক্ষার্থী মিষ্টিকে বাচাঁতে বাবা ও মায়ের সাহায্যের আবেদন।

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের রাবাইটারি গ্রামের দরিদ্র কৃষক পরিবারে জম্ম গ্রহণ করা

মনছুর আলীর মেয়ে রামরামসেন সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের প্রথম শ্রেণির শিশু শিক্ষার্থী মিষ্টিকে বাচাঁতে সাহায্যের হাত বাড়িয়ে দিন।

মনছুর আলীর ১ছেলে ও ১মেয়ের মধ্য ছোট মিষ্টি। মাথা গোজার মতো শুধু মাত্র রয়েছে ৬ শতাংশ জমি।

দীর্ঘ সময় ধরে হার্টের সমস্যায় ভুগছেন মিষ্টি। মিষ্টির বাবা জানান, ৪ বছর ধরে কুড়িগ্রাম, লালমনিরহাট ও রংপুরে চিকিৎসা করার পরেও

অবস্থার অবনতি দেখে রংপুরের ডাক্তার মিষ্টিকে ঢাকায় নিয়ে চিকিৎসা করাতে বলেন।

রাজশাহীতে কঠোর অবস্থানে আইনশৃংখলা বাহিনী

পরে ঢাকা শিশু হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার দ্রুত অপেরাশন করার পরামর্শ দেন।

এই দীর্ঘ চিকিৎসায় ব‍্যয় হয়েছে প্রায় ৩ থেকে সাড়ে ৩ লহ্ম টাকা। মনছুর আলীর সঙ্গে কথা হলে জানান,

ঢাকায় নিয়ে যাওয়ার পরে ডাক্তারি রিপোর্ট অনুযায়ী সৃষ্টিকর্তার কৃপায় ১টি সফল অপারেশনের মাধ্যমে সুস্থ হতে পারে মিষ্টি কিন্তুু অপারেশনে প্রয়োজন ৩ লহ্ম টাকা।

কাউন্সিলর দুদুর মৃত্যুতে রাজশাহী মডেল প্রেসক্লাবের শোক

যা দরিদ্র কৃষক মনছুর আলীর পক্ষে সংগ্রহ করা একেবারেই অসম্ভব। মানুষের জীবন মৃত্যু সবই সৃষ্টিকর্তার হাতে কিন্তু

জীবন মৃত্যুর সন্ধিক্ষনে দাঁড়িয়ে থাকা মিষ্টি এর প্রয়োজন সকলের দোয়া,আশীবার্দ ও সহযোগিতা ।

শিশু মিষ্টিকে বাচাঁতে সকলের সাহায্য সহযোগিতায় সুস্থ সুন্দর জীবনে ফিরতে পারে মিষ্টি।

সমাজের বিক্তবান ও হৃদয়বানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন মিষ্টি এর মা ও বাবা।

যার যার অবস্থান থেকে সাধ‍্যমত যেভাবে পারি সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিন।

যোগাযোগ ও সাহায্যে পাঠানোর ঠিকানা মোবাইল (পারসোনাল বিকাশ নাম্বার) : ০১৭২২৬৫৯৭৬১

/ হেলাল উদ্দিন

http://shopno-tv.com, http://thebanglawall.com
প্রতিনিধির তালিকা দেখতে ভিজিট করুন shopnotelevision.wix.com/reporters সাইটে।
www.thebanglawall.com
দ্যা বাংলা ওয়াল, The Bangla Wall, www.thebanglawall.com
দ্যা বাংলা ওয়াল, The Bangla Wall, www.thebanglawall.com
www.thebanglawall.com
www.thebanglawall.com

ফুলবাড়ী (কুড়িগ্রাম) করেসপনডেন্ট

# ৫০ নাম: মো: হেলাল উদ্দিন। helalfulkuri@gmail.com পিতার নাম: মো: আবুল কাশেম। মাতার নাম: মোছা: দুলালী বেগম। বর্তমান ঠিকানা: গ্রাম: চন্দ্রখানা , ডাকঘর : ফুলবাড়ী, উপজেলা: ফুলবাড়ী, জেলা: কুড়িগ্রাম। স্থায়ী ঠিকানা: গ্রাম: চন্দ্রখানা , ডাকঘর : ফুলবাড়ী, উপজেলা: ফুলবাড়ী, জেলা: কুড়িগ্রাম। জন্ন তারিখ: ২০/১০/১৯৯২ ইং আইডি নম্বর: ১৯৯২৪৯১১৮৪০০০০২৮৩ রক্তের গ্রুপ: A+ মোবাইল নম্বর: ০১৭৫০৯৫৬৩০৮। বিএ পাশ করোনা কালিন সময়ের জন্য এখনো সাটির্ফেকেট হাতে পাই নাই। বিভিন্ন অনলাইন পত্রিকায় ৩ বৎসর যাবদ সংবাদ প্রদান কাজে নিয়োজিত আছি।

One thought on “শিশু মিষ্টিকে বাচাঁতে বাবা ও মায়ের সাহায্যের আবেদন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *