রাজশাহীতে পথশিশুদের মাঝে খাবার বিতরণ
রাজশাহীতে সামাজিক কল্যাণ সংস্থা ও রেডক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে পথশিশুদের মাঝে খাবার বিতরণ।
মঙ্গলবার দুপুর ১টার সময় নগরীর শিরোল কলোনী রেল মাঠে “সামাজিক কল্যাণ সংস্থা” উদ্যোগে এবং
রাজশাহী জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় পথশিশুদের মাঝে এ রান্না করা খাবার বিতরণ করা হয়।
খাবার বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পথ শিশুদের মাঝে খাবার বিতরণ করেন
রাজশাহী জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি শফিকুজ্জামান শফিক।
বুড়িগঙ্গা নদীতে বস্ত্রহীন অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার
এসময় রাজশাহী জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি শফিকুজ্জামান শফিক বলেন, বাংলাদেশে করোনায় সবচেয়ে ঝুঁকির মধ্যে রয়েছে পথশিশুরা৷
সামাজিক দূরত্ব বজায় রাখা বা মাস্ক ব্যবহারের সঙ্গতি তাদের নেই৷ খাদ্য ও কাজের সংকটেও আছে তারা৷
তাদের কেউই মাস্ক ব্যবহার করে না৷ তারা মনে করে, করোনা ধনীদের রোগ, এটা গরিবদের হয় না৷ করোনা সম্পর্কে অসচেতন এই শিশুরা নিয়মিত খাবারও পায় না৷
রাজশাহীতে পথশিশুদের মাঝে অনেকে খাবার বিতরণ করলেও পথ শিশুরা তা সবসময় পায় না৷
যশোরের ঝিকরগাছায় কালভার্ট বন্ধ পানিবন্দী ৩০টি পরিবার
তাই আমরা করোনাকালীন এই সময় পথ শিশুদের মাঝে খাবার ও মাস্ক বিতরণ কর্মসূচি অব্যাহত রাখব ইনশাআল্লাহ।
খাবার বিতরণ কর্মসূচিতে উপস্থিতি ছিলেন, সামাজিক কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক সম্রাট আলী,
মোঃ মাহ্ফুজুর রহমান, প্রতিষ্ঠাতা সভাপতি ভয়েস অব ইউথ, মোঃ শাহাদাত আলম বরণ, ফাইম আহসান সেতু,
একলাসুর রহমান রাতুল, মোঃসাকিবুর রহমান, আমিনুল ইসলাম আকাশ, সিয়াম হাসান প্রমুখ।

প্রতিনিধির তালিকা দেখতে ভিজিট করুন shopnotelevision.wix.com/reporters সাইটে।




Pingback: লক্ষ্মীপুরে খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার জব্দ - দ্যা বাংলা ওয়াল