কুড়িগ্রামের ফুলবাড়ীতে শেখ কামালের জন্মদিন পালন
কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের জন্মদিন পালন করা হয়।
ফুলবাড়ীতে ৫ আগস্ট বৃহপ্রতিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২ তম
জন্মদিন পালন করেছে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, ফুলবাড়ী।
দিবসটি উপলক্ষ্যে সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন,
দোয়া মাহফিল, উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা আয়োজন এবং গাছের চারা বিতরণ করা হয়।
রাজশাহীতে অস্ত্র ও গুলিসহ ১ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার সহকারী কমিশনার (ভূমি) আকলিমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার।
কুড়িগ্রামের ফুলবাড়ীতে শেখ কামালের সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মাহবুবুর রশীদ, ওসি (তদন্ত) সারওয়ার পারভেজ,
উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান শেখ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান,
ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া মিঞা।
নানা আয়োজনে নওগাঁয় শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপন
এসময় উপস্থিত ছিলেন সহকারী যুব উন্নয়ন অফিসার আব্দুর রহমান, ভেটেরিনারী সার্জন মাহমুদুল হাসান,
মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই রকেট, মৎস্য অফিসার রায়হান উদ্দিন সরদার, মহিলা বিষয়ক কর্মকর্তা সোহেলী পারভীন,
আনসার ও ভিডিপি কর্মকর্তা ফরহাদ হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

প্রতিনিধির তালিকা দেখতে ভিজিট করুন shopnotelevision.wix.com/reporters সাইটে।




Pingback: পাবনায় শহীদ শেখ কামালের ৭২তম জন্ম বার্ষিকী পালিত - দ্যা বাংলা ওয়াল