কেরানীগঞ্জে ইউনিয়ন পর্যায়ে টিকাদান কার্যক্রম উদ্বোধন
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : কেরানীগঞ্জে ইউনিয়ন পর্যায়ে টিকাদান কার্যক্রম উদ্বোধন।
সারা দেশের ন্যায় কেরানীগঞ্জেও সরকারি পাইলট প্রকল্প হিসেবে ইউনিয়ন পর্যায়ে করোনার গন টিকা কার্যক্রম কর্মসূচির উদ্বোধন করা হয়েছ।
গতকাল শনিবার সকাল ৯ টায় ঢাকা জেলা প্রশাসক শহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার আগানগর ইউনিয়নের
আমবাগিচা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ টিকা দান কর্মসূচির উদ্বোধন করেন।
পরে পর্যায় ক্রমে উপজেলার কোন্ডা, শুভাঢ্যা, তেঘরিয়া, জিনজিরা ও কালিন্দী ইউনিয়নে একযোগে এ কার্যক্রম উদ্বোধন হয়।
পাবনা প্রেসক্লাবের মানববন্ধন ৩ দিনের কর্মসূচী ঘোষণা
উপজেলার বাকি ৬ ইউনিয়ন গুলোতে আজ রবিবার গনটিকা কার্যক্রম শুরু হবে।
টিকাদান কর্মসূচীতে অন্যান্যেও মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা জেলা সিভিল সার্জন ডাঃ মঈনুল আহসান,
ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অমিত দেব নাথ,
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মশিউর রহমান, কোন্ডা ইউপি চেয়ারম্যান ফারুক চৌধুরী,
তেঘরিয়া ইউপি চেয়ারম্যান হাজী মোঃ লাট মিয়া, আগানগর ইউপি চেয়ারম্যন জাহ্গাীর শাহ খুসি,
অগানগর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মীর আসাদ হোসেন টিটু ও সাধারণ সম্পাদক জাকির আহমেদ প্রমুখ।
দক্ষিন কেরানীগঞ্জে অজ্ঞাত যুবকের পচাঁগলা লাশ উদ্ধার
সরোজমিনে টিকা কেন্দ্র গুলো পরিদর্শন করে দেখা যায়, বয়স্ক, প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধাদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেয়া হচ্ছে।
অত্যন্ত সুশৃঙ্খল ভাবে টিকা দান কর্মসূচি চলছে। তবে কোন কোন কেন্দ্রে টিকা নিতে এসে ফিরে গেছে টিকা প্রত্যাশিরা।
কেরানীগঞ্জে ইউনিয়ন পর্যায়ে টিকাদান লাইনে দাড়িয়ে থেকে টিকে দিতে না পেরে ক্ষোভ প্রকাশ করেন তারা।

প্রতিনিধির তালিকা দেখতে ভিজিট করুন shopnotelevision.wix.com/reporters সাইটে।



