নড়াইলে কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন উদ্বোধন
নড়াইলে কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন এর উদ্বোধন।
নড়াইলে কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন এর উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার সকাল ৯টায় নড়াইল পৌরসভার আয়োজনে
পৌরসভার উজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরার সভাপতিত্বে পুলিশ সুপার প্রবীর কুমার রায় ( পিপিএম বার), সিভিল সার্জন ডাঃ নাছিমা আক্তার,
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, সংসদ সদস্য মাশরাফির পিতা গোলাম মোর্তুজা স্বপন, স্থানীয় পৌর কাউন্সিলর মোঃ রাজু,
স্বাস্থ্য বিভাগ ও পৌরসভার কর্মকর্তা, সাংবাদিক, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও টিকা গ্রহনকারীরা এ সময় উপস্থিত ছিলেন।
উপহারের ৩০ লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স বেনাপোল বন্দরে
আজ শনিবার ৭ আগস্ট জেলার ২টি পৌরসভাসহ ৩৮টি ইউনিয়নে ৫৬টি কেন্দ্রের বিভিন্ন বুথের মাধ্যমে এ টিকা দেয়া হচ্ছে।
এ দিকে জেলায় করোনায় আক্রান্ত হয়ে শত বছর বয়সী রুহোল আমিনের মৃত্যু হয়েছে ।এ নিয়ে জেলায় মৃত্যুও সংখ্যা বেড়ে দাড়ালো ৯৮ জন।
গত ২৪ ঘন্টায় জেলায় ১১ জনের শরীওে করোনা শনাক্ত হয়েছে। জেলায় এ পর্যন্ত ৪ হাজার ৩৭৪ জনের করোনা পজেটিভ এসেছে।
মধুপুরে স্কুল ছাত্রীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ : হুমকি
এরমধ্যে সদরে ২ হাজার ১৩০ জন, লোহাগড়ায় ১ হাজার ৪৭০ জন ও কালিয়ায় ৭৭৪ জন রয়েছে।
করোনায় আক্রান্ত হয়ে নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের রুহোল আমিন তিনদিন আগে নড়াইল সদর হাসপালে ভর্তি হন।
শনিবার ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আজ শনিবার ( ৭ আগস্ট) সকালে নড়াইল সিভিল সার্জনের কার্যলয় থেকে এসব তথ্য জানা গেছে ।

প্রতিনিধির তালিকা দেখতে ভিজিট করুন shopnotelevision.wix.com/reporters সাইটে।




Pingback: পাবনা প্রেসক্লাবের মানববন্ধন ৩ দিনের কর্মসূচী ঘোষণা - দ্যা বাংলা ওয়াল