বেনাপোল দিয়ে ভারত ভ্রমণে যাত্রী কমেছে সাড়ে ৮ লাখ
বেনাপোল বন্দর দিয়ে ভারত ভ্রমণে পাসপোর্ট যাত্রী কমেছে সাড়ে ৮ লাখ : ভ্রমণ খাতে ৪২ কোটি টাকার রাজস্ব ঘাটতি।
বেনাপোল স্থলবন্দর দিয়ে গেল ২০২০-২১ অর্থবছরে তার আগের বছরের চেয়ে ভারত ভ্রমণে পাসপোর্টধারী যাত্রীর সংখ্যা কমেছে ৮ লাখ ৩২ হাজার ৬৪৭ জন।
এ সময় ভ্রমণ খাতে রাজস্ব ঘাটতি হয়েছে ৪১ কোটি ৬৩ লাখ ২৩ হাজার ৫০০ টাকা।
এদিকে ভ্রমণ নিষেধাজ্ঞায় চিকিৎসা সেবায় মানুষ কিছুটা উপকৃত হলেও ভারতে যেতে না পেরে মারাত্মক বিরুপ প্রভাব পড়েছে বাণিজ্যিক খাতে।
তবে বন্দর কর্তৃপক্ষ বলছেন, দেড় বছর ধরে চলা করোনার বিরূপ প্রভাবে নানান বিধি-নিষেধে কমেছে যাত্রী যাতায়াত।
করোনা প্রভাব কাটলে আবার স্বাভাবিক হবে ভ্রমণ খাত।
সংশ্লিস্ট সূত্রে জানা যায়, যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় বেনাপোল বন্দর হয়ে প্রতিবছর চিকিৎসা, ব্যবসা, শিক্ষা আর ভ্রমণে
প্রায় ১৮ থেকে ২০ লাখ যাত্রী ভারত-বাংলাদেশের মধ্যে যাতায়াত করে থাকে। যা থেকে বছরে সরকারের প্রায় ১০০ কোটি টাকার কাছাকাছি রাজস্বও আসে।
কিন্তু গেল বছর করোনাভাইরাস ছড়িয়ে পড়ে প্রতিবেশ দেশ ভারত ও বাংলাদেশে।
রাজশাহীর ভদ্রায় কালু নামে অটোরিক্সা চালকের লাশ উদ্ধার
এতে সংক্রমন রোধে গত বছরের ১৩ মার্চ ভারত সরকার ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে। ফলে বাংলাদেশিদের ভারত যাতায়াত বন্ধ হয়ে যায়।
পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে গত বছরের ১৫ আগস্ট ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করে স্বল্প পরিসরে মেডিকেল ও বিজনেস ভিসা চালু করে ভারত।
চলতি বছরে ভারতে আবারো করোনা সংক্রমণ মহামারী অবস্থা ধারণ করলে ২৩ এপ্রিল বাংলাদেশ সরকার ভারত ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে।
এতে আবারও যাত্রী যাতায়াত বন্ধ হয়ে যায়। বর্তমানে শর্তসাপেক্ষে শুধুমাত্র মুমূর্ষ রোগীদের জন্য সীমিত পরিসরে মেডিকেল ভিসা চালু রয়েছে।
ভ্রমণ নিষেধাজ্ঞায় মারাত্মক হারে কমেছে যাত্রী যাতায়াতের সংখ্যা। করোনা সংক্রমণ রোধে ইমিগ্রেশন কার্যক্রম সংক্ষিপ্ত করা হয়েছে।
বর্তমানে সপ্তাহে তিন দিন শনিবার, মঙ্গল ও বৃহস্পতিবার বাংলাদেশিরা ফিরতে পারবেন ভারত থেকে।
বাংলাদেশ থেকে প্রতিদিন যাওয়া যাবে ভারতে। সকাল ৮ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চালু আছে ইমিগ্রেশনের কার্যক্রম।
রাজশাহীতে ডিবি’র অভিযানে ৩ জুয়ারি আটক
আমদানিকারক সাজেদুর রহমান বলেন, স্থলপথে ভারতের সাথে বাংলাদেশের বড় বাণিজ্যিক সম্পর্ক।
পণ্য আমদানি-রফতানি করতে ভারতে যেতে হয়। কিন্তু করোনা পরিস্থিতিতে সরকারের নানা বিধি-নিষেধে ইচ্ছা করলেও ভারতে যাওয়ার সুযোগ হচ্ছে না।
এতে চাহিদা মত পণ্য আমদানি করতে পারেননি অনেকে।
ফলে গেল অর্থবছরে বেনাপোল কাস্টমস থেকে সরকারের রাজস্ব আয় কমেছে লক্ষ্যমাত্রার চেয়ে দুই হাজার কোটি টাকা।
তার আগের বছরও রাজস্ব ঘাটতি ছিল ৩ হাজার কোটি টাকা।
ভারতগামী যাত্রী শাহনেওয়াজ চৌধুরী বলেন, করোনার মধ্যে জরুরি চিকিৎসা করাতে ভারতে যেতে হচ্ছে।
দেশের করোনা পরিস্থিতি ভাল না হলে ফিরবো না এমন প্রতিশ্রুতি দিতে হয়েছে সরকারকে। এছাড়া নানান শর্তও মানতে হচ্ছে।
ভারত ফেরত যাত্রী প্রণয় কুমার বিশ^াস বলেন, দেশে চিকিৎসা সেবার ওপর ভরসা করা যায় না।
অধিকাংশ চিকিৎসকরা রোগ ধরতে পারে না। ভূল চিকিৎসায় লাখ লাখ টাকা পানিতে যায়।
দেশে চিকিৎসা ব্যবস্থা উন্নতি হলে করোনাকালিন সময়ে জীবনের ঝুঁকি নিয়ে ভারতে যেতে হতো না। এছাড়া দেশের টাকা দেশে থাকত।
বাগেরহাটের মোরেলগঞ্জে হয়রানীর শিকার মুক্তিযোদ্ধা পরিবার
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার আজিম উদ্দীন বলেন,
বর্তমানে ভারত-বাংলাদেশের মধ্যে যাতায়াতে যাত্রীদের ৭২ ঘণ্টার মধ্যে করোনোর নেগেটিভ সনদ প্রয়োজন হচ্ছে।
যারা ভারত থেকে ফিরছেন তাদের স্থানীয় আবাসিক হোটেলে ব্যক্তিগত খরচে ১৪ দিনের জন্য প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে।
পরবর্তীতে সংক্রমণ ঝুঁকি মুক্ত হলে যাত্রীরা বাড়ি ফিরতে পারবেন।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন ওসি আহসান হাবিব বলেন, করোনার আগে স্বাভাবিক সময়ে এ পথে প্রতিদিন ৮ থেকে ১০ হাজার যাত্রী যাতায়াত করত।
বেনাপোল দিয়ে ভারত ভ্রমণে বর্তমানে করোনা পরিস্থিতিতে বিধি নিষেধে প্রতিদিন যাত্রী যাতায়াতের কমে দাঁড়িয়েছে ৮০ থেকে ১০০ জনের মধ্যে।
যাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ভারতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের ছাড়পত্র আছে তারা শর্তসাপেক্ষে ভ্রমণের সুযোগ পাচ্ছেন।
বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল বলেন, দেড় বছর ধরে চলা করোনার বিরূপ প্রভাবে নানা বিধি-নিষেধে কমেছে যাত্রী যাতায়াত।
বেনাপোল স্থলবন্দর দিয়ে গেল ২০২০-২১ অর্থবছরে তার আগের বছরের চেয়ে ভারত ভ্রমণে পাসপোর্টধারী যাত্রীর সংখ্যা কমেছে ৮ লাখ ৩২ হাজার ৬৪৭ জন।
এ সময় ভ্রমণ খাতে রাজস্ব ঘটতি হয়েছে ৪১ কোটি ৬৩ লাখ ২৩ হাজার ৫০০ টাকা।

প্রতিনিধির তালিকা দেখতে ভিজিট করুন shopnotelevision.wix.com/reporters সাইটে।




Pingback: উপহারের ৩০ লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স বেনাপোল বন্দরে - দ্যা বাংলা ওয়াল
Pingback: মধুপুরে স্কুল ছাত্রীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ : হুমকি - দ্যা বাংলা ওয়াল