কটিয়াদীতে নিখোঁজ স্কুল ছাত্রের লাশ উদ্ধার
কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কটিয়াদীতে নিখোঁজ স্কুল ছাত্রের লাশ উদ্ধার।
কিশোরগঞ্জের কটিয়াদীতে আড়িয়াল খা নদীতে জাল ফেলে মাছ ধরার সময় পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
আজ শনিবার সকালে তার লাশ উদ্ধার করেন স্বজনরা।
নিহত জুবায়েদ হোসেন (১৪) উপজেলার জালালপুর ইউনিয়নের চরনোয়াকান্দি গ্রামের (বড়বাড়ি) প্রবাসী মোঃ জুয়েল মিয়ার ছেলে ও
কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র।তারা এক বোন এক ভাই। সে পরিাবরের মধ্যে ছোট।
রাজশাহী বিসিক শিল্পনগরী-২ পরিদর্শনে মেয়র লিটন
নিহত জুবায়েদ চাচা মোঃ মুকুল মিয়া জানান,শুক্রবার বেলা ১১টার দিকে আমরা দুইজন মাছ ধরতে বাড়ি থেকে আড়িয়ালখাঁ নদে যাই।
জুবায়েদ ১১টার দিকে ঝাকিজাল নিয়ে সাতার কেটে এপার থেকে ওপারে যাওয়ার সময় পানিতে ডুবে যায় এবং দেখতে পেয়ে জাল ফেলে দেওয়ার জন্য বলি।
পরে স্থানীয়রা অনেক খোঁজাখুজি করে না পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়।
কটিয়াদীতে নিখোঁজ স্কুল ছাত্রের খবর পেয়ে গতকাল ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়।
সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের উদ্যোগে ২০টি অক্সিজেন হস্তান্তর
শনিবার সকালে স্বজনরা খোজাখুজি করে ঝাকিজাল দিয়ে মৃতদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
কটিয়াদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ শফিকুল ইসলাম ঘটনাটি সত্য বলে নিশ্চিত করেন।
আরও বলেন, এ ব্যাপারে নিহতের পরিবার কোন অভিযোগ করেননি। এটি একটি অপমৃত্যু।

প্রতিনিধির তালিকা দেখতে ভিজিট করুন shopnotelevision.wix.com/reporters সাইটে।




Pingback: শেখ হাসিনার হাত ধরেই বিনির্মাণ হবে সোনার বাংলা - দ্যা বাংলা ওয়াল
Pingback: রাজশাহীতে চাকরী পেলো দুর্ঘটনায় নিহত কনস্টেবলের স্ত্রী - দ্যা বাংলা ওয়াল