মোটরসাইকেলের চ্যাসিস ইঞ্জিন পরিবর্তন চক্রের সদস্য আটক
মোটরসাইকেলের রাতরাতি চ্যাসিস ইঞ্জিন পরিবর্তন করা চক্রের ৩ সদস্য আটক : ৪ মোটরসাইকেল উদ্ধার।
যশোরের বেনাপোল ও শার্শায় রেজিস্ট্রেশনবিহীন এবং বিভিন্ন এলাকা থেকে চুরি ও ছিনতাই করে আনা মোটরসাইকেলের রাতরাতি চ্যাসিস ইঞ্জিন পরিবর্তন করে
বেচাকেনা চলছে শার্শার নাভারন সাতক্ষীরা মোড় নামক স্থানে। এসব মোটর সাইকেলের সংখ্যা দিন দিন বেড়েই চলছে।
চুরি ছিনতাইয়ের পর রাতরাতি চ্যাসিস ইঞ্জিন পরিবর্তন করে ফেলা চক্রটির ৩ সদস্যকে গত ১১ আগস্ট রাতে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি।
যশোরের শার্শা উপজেলার নাভারণ সাতক্ষীরা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এসময় তাদের কয়েকটি ডেরা থেকে বিভিন্ন ব্রান্ডের ৪টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হচ্ছে, শার্শার কাজীর বেড় গ্রামের নজরুল ইসলামের ছেলে গাড়ির ইঞ্জিন চ্যাসিস পরিবর্তন করার মাস্টার খ্যাত আল আমিন (২৭),
আমির হোসেনের ছেলে তৌহিদুল ইসলাম (২৮) ও ঝিকরগাছার করিম আলী গ্রামের আব্দুস সাত্তারের ছেলে নাজিম উদ্দিন (৩৩)।
চক্রটি মোটরসাইকেল ও বিভিন্ন ভার্সনের গাড়ি চুরি করে রাতারাতি চ্যাসিস ইঞ্জিন পরিবর্তন করে ফেলে।
রাজশাহীতে চাকরী পেলো দুর্ঘটনায় নিহত কনস্টেবলের স্ত্রী
চলতি বছরে কয়েক মাসে যশোরে ব্যবসায়ী, ছাত্র, সাংবাদিক, ওষুধ কোম্পানি প্রতিনিধিসহ বিভিন্ন পেশার মানুষের অর্ধশত মোটরসাইকেল চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটে।
এ ব্যাপারে অভিযোগ জমা হলে পুলিশ জোরালো অভিযান শুরু করে। পুলিশি তদন্তে বেরিয়ে এসেছে
যশোরাঞ্চলে সংঘবদ্ধ ছিনতাই ও চোরাই মোটরসাইকেল সিন্ডিকেটের অনেক ডেরা। শনাক্ত হয়েছে ২৫/২৬ জনের মত সক্রিয় সদস্য।
সনাক্ত হওয়া ডেরাগুলোতে অভিযান অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবে ১১ আগস্ট রাতে
শার্শার নাভারণের সাতক্ষীরা মোড় এলাকার সংঘবদ্ধ কয়েকটি ডেরায় অভিযান চালায় ডিবি।
এসময় প্রথমে আটক হয় সিন্ডিকেটের অন্যতম সদস্য ইঞ্জিন চ্যাসিস পরিবর্তন করার মাস্টার খ্যাত আল আমিন।
একই সাথে আটক হয় তার সহযোগী নাজিম উদ্দিন। তাদের দখল থেকে উদ্ধার হয় চ্যাসিস ইঞ্জিন পরিবর্তনের পাঞ্চিং সরঞ্জাম।
উদ্ধার হয় ৩টি মোটরসাইকেল। এদিকে বেনাপোল ফিলিং স্টেশনের সামনে থেকে পাকা রাস্তার উপর থেকে
মোটরসাইকেলের চ্যাসিস ইঞ্জিন পরিবর্তন সিন্ডিকেটের অপর সদস্য তৌহিদুল ইসলামকে একটি চোরাই মোটরসাইকেলসহ আটক করা হয়।
এবার পাচারের তালিকায় বাংলাদেশি কয়েন
উদ্ধার হওয়া মোটরসাইকেল গুলোর মধ্যে অ্যাপাচি আরটিআর ১৬০ ফোরভি, ফেজার ১৫০ সিসি, এডএস ভার্সন ২, ডিসকভার ১২৫ সিসি।
এদিকে রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলের কারণে একদিকে যেমন সরকার লাখ লাখ টাকা রাজস্ব হারাচ্ছে,
অপরদিকে জেলা উপজেলার সার্বিক আইনশৃঙ্খলার অবনতিও হচ্ছে। সন্ত্রাসীরা নিজেদের নিরাপদ রাখতে এই নম্বরবিহীন মোটরসাইকেল ব্যবহার করছে।
বিশেষ করে সাংবাদিক, প্রেস ও নাম ভূইপোড় অনলাইনের স্টীকার লাগিয়ে একশ্রেণীর প্রতারক ধাপ্পাবাজ পার পেয়ে যাচ্ছে।
সাংবাদিক লেখা মোটরসাইকেল নিয়ে গ্রামে গ্রামে চাঁদাবাজী করে বেড়াচ্ছে এক শ্রেণীর কথিত সাংবাদিকরা।
অভিযোগ রয়েছে, এই প্রেস লেখা মোটরসাইকেল করে বিভিন্ন প্রকার মাদকদ্রবসহ অবৈধ আগ্নেয়াস্ত্র বহন করছে পেশাদার কিলাররা।
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাদের এগুলো রোধ করার দায়িত্ব তারাও স্বীকার করেছেন বিষয়গলো, তবু যেন কিছু করার নেই।
এমন অনেক মোটরসাইকেল রয়েছে যেগুলো রেজিস্ট্রেশন না করেই বয়স শেষ হয়ে গেছে।
খোঁজ নিয়ে দেখা গেছে, বেনাপোল শার্শা উপজেলায় রেজিস্ট্রেশনবিহীন কয়েক হাজার মোটরসাইকেল রয়েছে।
এগুলোর মধ্যে বেশিরভাগ রয়েছে অনÑটেস্ট আর শোÑরুমের নাম। এছাড়া নানা কথা লেখা নম্বর প্লেটে।
এ ব্যাপারে যশোর জেলা গোয়েন্দা শাখার এসআই শামীম জানিয়েছেন, সংঘবদ্ধ চক্রটি মোটরসাইকেলের বিভিন্ন ভার্সনের গাড়ি চুরি করে
রাতরাতি চ্যাসিস ইঞ্জিন পরিবর্তন করে ফেলে। একটি যন্ত্রাংশ অন্যটিতে সংযোজনও করে। আর রঙও পরিবর্তন করে।
খোয়া যাওয়া কিংবা ছিনতাই হওয়া গাড়ি চেনা দুস্কর হয়ে পড়ে। এক জেলা থেকে অন্য জেলায় নিয়ে যাওয়া হয় চোরাই গাড়ি ও মোটরসাইকেল।
তবে শনাক্ত সিন্ডিকেট ও সদস্যের সংখ্যা বাড়ছে। ধরপাকড়ের সংবাদে তাদের অনেকে গা ঢাকাও দিয়েছে।
তবে ডেরা ও সিন্ডিকেটের উপর কঠোর নজরদারি রয়েছে।

প্রতিনিধির তালিকা দেখতে ভিজিট করুন shopnotelevision.wix.com/reporters সাইটে।




Pingback: আজমিরীগঞ্জে ১ম ডোজে এ্যাস্ট্রাজেন ২য় ডোজে সিনোফার্মা - দ্যা বাংলা ওয়াল
Pingback: নড়াইল সদর উপজেলা শিল্পকলা একাডেমির প্রতিযোগীতা - দ্যা বাংলা ওয়াল