বেনাপোল ভূয়া কাগজপত্রে আনা অবৈধ পণ্য চালান জব্দ
বেনাপোল বন্দরে ভূয়া কাগজপত্রে আনা অবৈধ পণ্য চালান জব্দ।
বেনাপোল বন্দরে ঝটঘঞঊঈঐ ডচঊ২০০ নামে ভারতীয় ফেব্রিক্সের ২৩ রোলের একটি পণ্য চালান জব্দ করেছে কাস্টমস।
ভূয়া কাগজপত্রের মাধ্যমে এ পণ্য চালানটি ভারতীয় ট্রাকে করে আনা হয় বন্দরে।
১ আগস্ট পণ্য চালানটি ভারত থেকে এলেও তা ধরা পড়ে ২১ আগস্ট। সোমবার (২৩) আগস্ট সেটা জানাজানি হয়ে পড়ে।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) বেনাপোল শাখার তথ্যের ভিত্তিতে বন্দরের ২২ নম্বর পণ্যগার থেকে অবৈধ এ পণ্য চালানটি জব্দ করা হয়।
তবে ঘটনা ধরা পড়ার পর পণ্যটি তাদের নয় বলে দাবি করেছেন অভিযুক্ত আমদানিকারকের প্রতিনিধিরা।
বেনাপোল বন্দর সূত্রে জানা গেছে, ১ আগস্ট ২৩ রোল ফেব্রিক্সসহ অন্যান্য মালামাল নিয়ে ভারতীয় একটি ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করে।
যশোরে বন্ধন ও ডিজিটাল ডায়াগনস্টিকে অভিযান
বেনাপোল সীমান্তের চেকপোস্টে কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে পণ্য বোঝাই ট্রাকটি বন্দরের ২২ নম্বর পণ্যগারে আনলোড করেন রয়েল সিঅ্যান্ডএফ এজেন্টের প্রতিনিধি।
আমদানিকারক স্পেক্টা সোলার পার্ক লিমিটেডের নাম লেখা ওই ডকুমেন্টসের সব তথ্যই ছিল ভূয়া।
খবরটি বেনাপোল শাখার এনএসআই কর্মকর্তাদের নজরে আসে।
খবর পেয়ে গোয়েন্দা কর্মকর্তারা বেনাপোল কাস্টমসের সহায়তায় ২২ নম্বর পণ্যগারে তল্লাশি চালায়।
এসময় ভারতীয় ফেব্রিক্সের কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় ডকুমেন্টস এ উল্লেখিত সব তথ্যই ভূয়া। পরে মালামাল জব্দ করা হয়।
ভারত ফেরত যাত্রীদের জন্য তুলে নেয়া হলো কোয়ারেন্টাইন
এদিকে অভিযুক্ত আমদানিকারকের প্রতিনিধি রয়েল সিঅ্যন্ডএফ প্রাইভেট লিমিটেডের স্বত্বাধিকারী তৌহিদুর রহমান জানান,
তাদের নাম ব্যবহার করে দুর্নীতিবাজ ব্যবসায়ীরা এসব পণ্য আমদানি করেছেন। এ বিষয়ে তারা কিছু জানেন না বলে পণ্য পাচারের বিষয়টি অস্বীকার করেন।
এ ব্যাপারে বেনাপোল কাস্টম হাউসের অতিরিক্ত কমিশনার ড. মো: নেয়ামুল ইসলাম মালামাল জব্দের বিষয়টি নিশ্চিত করে জানান,
বেনাপোল ভূয়া কাগজপত্রে আনা এ বিষয়ে তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, এভাবে প্রতিনিয়ত বেনাপোল বন্দরে শুল্কফাঁকি দিয়ে মিথ্যা ঘোষণায় পণ্য আমদানি করে পাচার করছেন এক শ্রেণির ব্যবসায়ী।
তবে ধরা পড়লে সবাই সম্পৃক্ততার কথা অস্বীকার করে থাকেন।
বন্দরে শুল্কফাঁকি বেড়ে যাওয়ায় গত ৯ বছর ধরে বেনাপোল কাস্টমসে রাজস্ব আয়ও কমে এসেছে।

প্রতিনিধির তালিকা দেখতে ভিজিট করুন shopnotelevision.wix.com/reporters সাইটে।




Pingback: ভেজাল ও নকল মবিলে সয়লাব যশোরাঞ্চল - দ্যা বাংলা ওয়াল