যশোরের শার্শায় প্রেম ঘটিত কারণে যুবককে পুড়িয়ে হত্যা
যশোরের শার্শায় প্রেম ঘটিত কারণে যুবককে পুড়িয়ে হত্যা।
যশোরের শার্শায় প্রেম ঘটিত কারণে মনিরুল ইসলাম (৩৫) নামে এক যুবককে পুড়িয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার (৩ সেপ্টেম্বর) ভোর রাতে শার্শা উপজেলার নাভারন কাজিরবেড় গ্রামে।
মৃত মনিরুল ইসলাম মনিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকার আবুল হোসেনের ছেলে ও একজন পরিবহন শ্রমিক।
এলাকাবাসী জানান, শুক্রবার ভোর রাতে হঠাৎ পাশের বাড়ির চিৎকার শুনে ঘুম থেকে উঠে দেখি বাড়ির ভিতরে আগুন জ্বলছে।
আমরা প্রতিবেশীরা ছুটে এসে আগুন নিভাতে থাকি।
চৌগাছায় চাচাতো ভাইদের হামলায় যুবক খুন
এক পর্যায়ে দেখি একটি মটরসাইকেলে আগুন লেগেছে এবং সাইকেলের নিচে একটি লোক চাপা পড়া অবস্থায় পুড়ে গেছে।
পরে থানায় বিষয়টি জানানো হয়। পরে খবর পেয়ে শার্শা থানার পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
এলাকাবাসী আরোও জানান, উপজেলার কাজিরবেড় গ্রামের সিরাজুল ইসলামের বাড়িতে নিচ তলায়
ঝিনাইদহের কালিগঞ্জ এলাকার সাইদুর রহমান স্ত্রী-সন্তান নিয়ে ভাড়া থাকতেন। সাইদুর রহমান একজন এনজিও কর্মী।
নবীগঞ্জে ডোবা থেকে মিশুক চালকের লাশ উদ্ধার
ঘটনার রাতে সে বাড়িতে ছিলেন না। এলাবাসীর ধারনা সাইদুর রহমানে স্ত্রী বিথী খাতুনের সাথে নিহত লোকটি প্রেমের সম্পর্ক থাকতে পারে।
শার্শা থানার অফিসার ইসচার্জ (ওসি) বদরুল আলম খান জানান, রাতেই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে
যশোর ২৫০ শষ্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিক, ভাড়াটিয়ার স্ত্রীসহ চার জনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
যশোরের শার্শায় প্রেম ঘটিত ঘটনা তদন্ত না করে কিছুই বলা সম্ভব হবে না। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

প্রতিনিধির তালিকা দেখতে ভিজিট করুন shopnotelevision.wix.com/reporters সাইটে।




Pingback: রাজশাহীর ষষ্ঠিতলায় ডিবির অভিযানে ০৯ জুয়াড়ি আটক - দ্যা বাংলা ওয়াল
Pingback: নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - দ্যা বাংলা ওয়াল