রাজশাহীর ষষ্ঠিতলায় ডিবির অভিযানে ০৯ জুয়াড়ি আটক
রাজশাহীর ষষ্ঠিতলায় ডিবির অভিযানে ০৯ জুয়াড়ি আটক।
রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার,মোঃ আরেফিন জুয়েল এর সার্বিক তত্ত্বাবধায়নে,
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(ডিবি) মোঃ আব্দুল্লাহ আল মাসুদ এর নের্তৃত্বে পুলিশ পরিদর্শক(নিরস্ত্র)/ মোঃ আশিক ইকবাল সঙ্গীয় এসআই(নিঃ)/
মোহাঃ আব্দুর রহমান ও ফোর্সসহ মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচলনা করে গতকাল শুক্রবার রাত্রি ১০.৫৫ মিনিটের সময়
বোয়ালিয়া মডেল থানাধীন ষষ্ঠিতলা এলাকার দারুচিনি প্লাজার গ্রাউন্ড ফ্লোরের একটি ঘরের ভিতর থেকে ০৯ জন জুয়াড়িকে ০৩(তিন) সেট খোলা তাস এবং
জুয়া খেলায় ব্যবহৃত নগদ- ৫,৫৬০/- (পাঁচ হাজার পাঁচশত ষাট) টাকাসহ আটক করেন।
যশোরের শার্শায় প্রেম ঘটিত কারণে যুবককে পুড়িয়ে হত্যা
রাজশাহীর ষষ্ঠিতলায় ডিবির অভিযানে আটককৃতরা হলো ১। মোঃ সামিউল আজাদ(৩০), পিতা-আবুল কালাম আজাদ,
২। শ্রী ডন হালদার(৩৩), পিতা-শ্রী সিবেন হালদার, ৩। কৃষ্ণ দত্ত(২০), পিতা-মৃত অধির দত্ত, ৪। শ্রী অভিজিত(২৫), পিতা-শ্রী জয়দেব, সর্ব সাং ষষ্ঠিতলা,
৫। শ্রী হৃদয় কর্মকার(২৩), পিতা-শ্রী বিষু কর্মকার, ৬। শ্রী সন্দিপ তেওয়ারী(২৫), পিতা শ্রী কার্তিক তেওয়ারী, উভয় সাং-বেলদারপাড়া সুলতানাবাদ,
বেনাপোলে ফুটবল উদ্বোধনী ম্যাচে জীবননগর একাদশের জয়
৭। মোঃ রুবেল(৩২), পিতা-মৃত আঃ রাজ্জাক, সাং-বেলদারপাড়া মোড়, ৮। মোঃ খোকন (৩২), পিতা-মৃত আঃ মজিদ, সাং-সাগরপাড়া,
৯। মোঃ শাহাদত(২৯), পিতা-মোঃ আকতার হোসেন, সাং-কদিরগঞ্জ(মহিলা কলেজের পিছনে), থানা-বোয়ালিয়া, রাজশাহী।
এ সংক্রান্তে বোয়ালিয়া মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।

প্রতিনিধির তালিকা দেখতে ভিজিট করুন shopnotelevision.wix.com/reporters সাইটে।




Pingback: রাজশাহী রেলওয়ে ইনস্টিটিউট রুম থেকে ১০ জুয়াড়ি আটক - দ্যা বাংলা ওয়াল
Pingback: আইএসডিই এর উদ্যোগে ককসবাজারে খাদ্য সমাগ্রী বিতরণ - দ্যা বাংলা ওয়াল