পাবনায় ১৮ ত্যাগী নেতাদের শোকজ প্রত্যাহার আওয়ামী লীগের
পাবনায় ১৮ ত্যাগী নেতাদের শোকজ প্রত্যাহার করে নিল কেন্দ্রীয় আওয়ামী লীগ, এরা সবাই পাবনা পৌর নির্বাচনকে কেন্দ্র করে সাময়িক শোকজ হওয়া
জেলা আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগের সদস্য।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার পর গণভবনে এ সভা শুরু হয়ে চলে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।
গত পৌর নির্বাচন ও সাংগঠনিক বিষয়ে আলোচনায় বিদ্রোহী ইস্যুতে দলের কার্যনির্বাহী কমিটির বৈঠক শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন,
ক্ষমা চেয়ে চিঠি দেওয়ার পরিপ্রেক্ষিতে পাবনা পৌরসভা নির্বাচনের বিদ্রোহীদের ক্ষমা করে দিয়েছেন দলীয়প্রধান। সাংবাদিকদের এ তথ্য জানান।
পৌরসভা নির্বাচনের তৃতীয় ধাপে গত ৩০ জানুয়ারি আলোচিত পাবনা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়।
আরএমপিতে এক বছর পূর্ণ করলেন কমিশনার আবু কালাম
নির্বাচনে জেলা যুবলীগের আহবায়ক আলী মুর্তজা বিশ্বাস সনিকে নৌকা প্রতীকের প্রার্থী করায় ক্ষুব্ধ হন মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা।
ক্ষুব্দ এসব নেতারা জেলা যুবলীগের সাবেক সভাপতি শরিফ উদ্দিন প্রধানকে বিদ্রোহী প্রার্থী দাঁড় করিয়ে দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করেন।
তারা নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে প্রচার-প্রচারণায় অংশ নেন।
তাদের ব্যাপক তৎপরতা ও প্রচার-প্রচারণায় বিদ্রোহী প্রার্থী শরিফ উদ্দিন প্রধানের কাছে মাত্র ১২২ ভোটে পরাজিত হন সনি বিশ্বাস।
নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে কাজ করায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত ২৮ জানুয়ারি পাবনা জেলা, উপজেলা ও পৌর আওয়ামী লীগের শীর্ষস্থানীয়
১৮ জন নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেয় পাবনা জেলা আওয়ামী লীগ।
শার্শার একটি বেসরকারি ক্লিনিক থেকে নবজাতক চুরি
পাবনায় ১৮ ত্যাগী নেতাদের যাদের নোটিশ দেয়া হয়েছিল তারা হলেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ বাবু,
আব্দুল হামিদ মাস্টার, যুগ্ম সম্পাদক আবু ইসাহাক শামীম, অ্যাডভোকেট বেলায়েত আলী বিল্লু, কৃষিবিষয়ক সম্পাদক আব্দুল বারী বাকী,
দপ্তর সম্পাদক এডভোকেট আব্দুল আহাদ বাবু, প্রচার সম্পাদক কামিল হোসেন, ধর্ম সম্পাদক আবুল কালাম আজাদ,
কোষাধ্যক্ষ আব্দুল হান্নান, শ্রম সম্পাদক সরদার মিঠু আহমেদ, কার্যকরী সদস্য ইমদাদ আলী বিশ্বাস, উপদেষ্টা ইদ্রিস আলী বিশ্বাস,
বীর মুক্তিযোদ্ধা আ,স,ম, আব্দুর রহিম পাকন, লিয়াকত আলী, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোশারফ হোসেন,
সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহীন, পৌর আওয়ামী লীগ সভাপতি তসলিম হাসান সুমন, সাধারণ সম্পাদক শাজাহান মামুন।

প্রতিনিধির তালিকা দেখতে ভিজিট করুন shopnotelevision.wix.com/reporters সাইটে।




Pingback: কালিগঞ্জে চোরাই ব্যাটারীসহ ৩ চোর আটক - দ্যা বাংলা ওয়াল