নোয়াখালী রিক্সা চালক হত্যার আসামী বেনাপোলে আটক
নোয়াখালী বেগমগজ্ঞ থানার চৌমুহনী এলাকার রিক্সা চালক আবুল হোসেন হত্যার আসামী।
নুরুল আমিন মোর্শেদ (৭৫) কে বেনাপোল বাজার থেকে আটক করেছে পোর্ট থানার পুলিশ।
রবিবার বিকালে বেনাপোল স্কুল মার্কেটের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক নুরুল আমিন মোর্শেদ নোয়াখালী জেলার বেগমগজ্ঞ থানার চৌমুহনী গনিপুর এলাকার আলী আকবরের ছেলে।
ফুলবাড়ীতে তৃণমুল সাংবাদিকদলের সদস্যদের মতবিনিময়
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার সময় চৌমুহনী এলাকার রিক্সা চালক আবুল হোসেনের রিক্সা ভাড়া নেন নুরুল আমিন।
ভাড়া নিয়ে তাদের মধ্যে তর্ক বিতর্ক হয়। এক পর্যায়ে নুরুল আমিন দা দিয়ে আবুল হোসেনের গলায় কোপ দেয়।
এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে মারা যান ওই রিক্সা চালক। এ ব্যাপারে বেগমগজ্ঞ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
বাগমারার শ্রীপুর ইউপি নির্বাচনী প্রচারণায় ব্যস্ত জিল্লুর
আটকের বিষয়টি নিশ্চিত করে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান,
গোপন সংবাদে জানতে পারি নোয়াখালী বেগমগজ্ঞ থানার রিক্সা চালক আবুল হোসেন হত্যার আসামী নুরুল আমিন মোর্শেদ বেনাপোল এলাকায় অবস্থান করছে।
এমন সংবাদে সঙ্গীয় ফোর্স নিয়ে বেনাপোল হাইস্কুল মার্কেটের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটকের বিষয়টি বেগমগজ্ঞ থানাকে অবহিত করা হয়েছে। তারা এসে আসামী নুরুল আমিন মোর্শেদকে নিয়ে যাবে বলে জানান তিনি।
Pingback: সাতক্ষীরায় ব্যাংকারকে মারধর করে জমি দখল - দ্যা বাংলা ওয়াল
Pingback: পাবনার বেড়া উপজেলার ইউপি চেয়ারম্যান বাড়িতে গুলিবর্ষণ - দ্যা বাংলা ওয়াল