গালা ইউনিয়নে নৌকার মনোনয়ন প্রত্যাশী আবুল হোসেন
গালা ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন প্রত্যাশী আবুল হোসেনের সমর্থনে বিশাল মিছিল, সমাবেশ।
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ৫নং গালা ইউনিয়নের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন প্রত্যাশী
ইউনিয়ন আওয়ামী লীগের দুইবারের নির্বাচিত সাধারণ সম্পাদক তরুন জননেতা মোঃ আবুল হোসেনের সমর্থনে
আজ শুক্রবার বিকেলে গালা হাসপাতাল চত্বরে বিশাল মিছিল পূর্বক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন আওয়ামী লীগের সহ- সভাপতি মোঃ নিজাম উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রবীণ আওয়ামী লীগ নেতা আলহাজ্ব জাকির হোসেন।
নড়াইলে চিত্রশিল্পী সুলতানের জন্মবার্ষিকী উপলক্ষে প্রদর্শনী
প্রধান বক্তা ছিলেন, আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য আবু সাঈদ, বিশা সরকার, সাবেক ইউপি সদস্য আব্দুল মালেক, এরশাদ আলী, ইয়াকূব আলী প্রমূখ।
এসময় চেয়ারম্যান প্রার্থী আবুল হোসেন বলেন, গত ১০ বছর ধরে দলের সাথে আছি, সুখে দুঃখে নেতা- কর্মিদের জন্য কাজ করেছি।
গালা ইউনিয়নে নৌকার তাই হঠাৎ কেউ বসন্তের কোকিলের মত কেউ মনোনয়ন চাইবেন তা হতে পারেনা।
পুকুরে গোসল করতে নেমে ভালুকায় শ্রমিকের মৃত্যু!
তাই আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন তাকেই দিবে বলে বিশ্বাস আবুল হোসেনের।
দলের নেতা- কর্মীদের শেষ মুহূর্ত পর্যন্ত পাশে থাকার আহ্বান জানান আবুল হোসেন।
প্রধান অতিথি জাকির হোসেন আবুল হোসেনকে দলীয় প্রার্থী হিসেবে প্রস্তাব করে বলেন, তৃণমূল নেতা কর্মীরা চেয়ারম্যান পদে একক প্রার্থী হিসেবে আবুল হোসেনকে চায়।
এ সময় উপস্থিত হাজার হাজার নেতা-কর্মী সমস্বরে আবুল হোসেনকে একক প্রার্থী হিসেবে সমর্থন জানান।
উল্লেখ্য বিগত নির্বাচনে আবুল হোসেন প্রার্থী হয়ে নেতৃবৃন্দেের অনুরোধে সরে দাঁড়ান।

প্রতিনিধির তালিকা দেখতে ভিজিট করুন shopnotelevision.wix.com/reporters সাইটে।




Pingback: বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে নয়া ওসি রাজু আহমেদ - দ্যা বাংলা ওয়াল
Pingback: তালায় প্রাথমিক শিক্ষকের পরকীয়া তদন্ত সম্পন্ন - দ্যা বাংলা ওয়াল