কালিগঞ্জে চেয়ারম্যানের অর্থ আত্মসাতের তদন্তে ইউএনও
কালিগঞ্জে ইউপি চেয়ারম্যানের অর্থ আত্মসাতের তদন্তে ইউএনও।
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান গাইন এর বিরুদ্ধে উন্নয়ন কর্মসূচির প্রকল্পের
বরাদ্দকৃত সরকারি প্রায় অর্ধ কোটি টাকা আত্মসাতের বিষয়ে তদন্ত আরম্ভ হয়েছে।
গত সোমবার (৪ অক্টোবর) উপজেলা নিবার্হী অফিসার খন্দকার রবিউল ইসলাম তদন্ত শুরু করেছেন।
জানাযায়, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান গত ৫ বছরে কাজ না করে সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাত করেছেন।
এবিষয়ে জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেন কালিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আবুল হাকিম।
শেখ হাসিনার নেতৃত্বে আগামী নির্বাচন: নওগাঁয় বাহাউদ্দিন
সাতক্ষীরার জেলা প্রশাসক হুমায়ূন কবির বিষয়টি তদন্তের নির্দেশ দেন কালিগঞ্জ উপজেলা নিবার্হী অফিসারকে।
কালিগঞ্জে চেয়ারম্যানের অর্থ আত্মসাতের এরই প্রেক্ষিতে উপজেলা নিবার্হী অফিসার তদন্ত কার্যক্রম আরম্ভ করেছেন।
সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম জানান,চেয়ারম্যান মেজানুর রহমান গাইন ৫ বছর ধরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায়
বিভিন্ন প্রকল্পের কাজ কাগজে-কলমে দেখিয়ে বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ করেছে।
স্পীকারের সাথে সুইস রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড সৌজন্য সাক্ষাৎ
তার লিখিত অভিযোগের প্রেক্ষিতে চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্ত আরম্ভ হয়েছে বলে জানান তিনি।
বিষয়টি জানার জন্য মথুরেশপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান গাইনের ব্যবহৃত মোবাইল নাম্বারে একাধিকবার ফোন দিলেও রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এবিষয়েকালিগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার খন্দকার রবিউল ইসলাম বলেন,
ইউপি চেয়ারম্যান মিজানুর রহমানের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাতের বিষয়টি আমি তদন্ত চালিয়ে যাচ্ছি।
তদন্ত শেষে আপনাদের (সাংবাদিকদের) বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

প্রতিনিধির তালিকা দেখতে ভিজিট করুন shopnotelevision.wix.com/reporters সাইটে।




Pingback: কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু - দ্যা বাংলা ওয়াল
Pingback: তালায় খেলোয়াড় সৈয়দ তরিকুল আর নাই - দ্যা বাংলা ওয়াল